আর কিছু দিনের মধ্যেই ভারী বর্ষা শুরু হয়ে যাবে। বর্ষার সময় রেল ব্যবস্থা কম বেশি ব্যাহত হয়। উন্নত পরিকাঠামোর অভাবে ট্রেন চালনা করা সব সময় সম্ভব হয় না। তবে এই সমস্যা দূর করার জন্য এবার নড়েচড়ে বসলো উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। পরিকাঠামোর আপগ্রেডেশন ও স্থায়ী প্রচেষ্টার মাধ্যমে বিগত কয়েক বছরে বর্ষার সময় ট্রেন পরিচালনাতে অনেকটা সুবিধা হয়েছে। আগামী দিনেও সেই প্রচেষ্টা চালিয়ে যাবে রেল।
প্রবল বর্ষার সময়ও রেলের প্রত্যেকটি ডিভিশনে যাতে স্বাভাবিকভাবে ট্রেন পরিচালনা করা যায় তার জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে বিশেষ ব্যবস্থা নিয়েছে। সিভিল, মেকানিক্যাল, সিগনালিং, ইলেকট্রিক্যাল সম্পদ এবং সরঞ্জামের উপযুক্ত রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও বর্ষার জন্য মিশন মোডে কিছু কাজ হচ্ছে। পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তর-পূর্বের রাজ্যগুলোর ট্রেন পরিবহন ব্যবস্থা এতে উন্নত হবে।
পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের বিভিন্ন অংশ ছড়িয়ে থাকা উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ৬৪০০ কিলোমিটারের বেশি রেলওয়ে ট্র্যাকে বিগত কয়েক মাস ধরে বর্ষার জন্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস আনা নেওয়া চলছে। প্রত্যেক বছর দেশে প্রায় ৭ হাজার মিলিমিটার ভারী বৃষ্টির মধ্যেও রেল পরিবহন পরিষেবা দেওয়া হয়।
সাধারণত প্রতিবছরের মে থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষা চলে। এই সময় প্রচন্ড বৃষ্টিপাতের কারণে ভূমিধস, নদী বাঁধ ভেঙে যাওয়ার মত ঘটনা ঘটে বিভিন্ন জায়গাতে। তাই রেলওয়ে ট্র্যাকের সুরক্ষা আরও নিশ্চিত করতে হয়। জল যাতে দ্রুত নিষ্কাশন করা যায় সেই ব্যবস্থা করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে যাতে কোনওরকম বিপদজনক ঘটনা না ঘটে তার জন্য ৬৪০০ কিলোমিটারের বেশি রেলওয়ে ট্র্যাক ক্রমাগত পরিদর্শন করা হচ্ছে।
আরও পড়ুন : RQWL, PQWL, GNWL আসলে কী? কোন ওয়েটিং লিস্টের কী কী সুবিধা?
আরও পড়ুন : কলকাতা মেট্রোয় চালু হচ্ছে অত্যাধুনিক এই ব্যবস্থা! যাত্রী সুবিধার্থে বড় উদ্যোগ রেলের
উত্তর-পূর্ব সীমান্ত রেলের বিশেষ পেট্রোলিং টিম আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা বৃষ্টিপাতের সর্তকতার উপর ভিত্তি করে টহল দিয়ে পরিস্থিতির উপর নজর রাখবে। এজন্য জিপিএস ট্র্যাকার, লুমিনাস জ্যাকেট, রেনকোট, ওয়াটারপ্রুফ ট্রাউজার, সুরক্ষামূলক হেলমেট, সুরক্ষামূলক জুতো, শক্তিশালী সার্চ এবং ফ্লাশ লাইটের মত আধুনিক সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে তাদের। সেই সঙ্গে মোবাইলে যাতে দ্রুত খবর পাঠানো যায় সেই ব্যবস্থা করা হয়েছে।