বন্দে ভারতের স্লিপার কামরার বিছানা কেমন হবে? কী কী সুবিধা থাকবে?

Published on:

New Update On Vande Bharat Sleeper Coaches And Beds

যাত্রীদের সুবিধার্থে অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিয়ে আসছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। দুরন্ত, রাজধানী, শতাব্দি এক্সপ্রেসগুলোর মত পুরনো ট্রেন সরিয়ে এবার সেই জায়গা নিতে চলেছে সেমি হাইস্পিড বন্দে ভারত। দূরপাল্লার যাত্রীদের সুবিধার জন্য বন্দে ভারতে অত্যাধুনিক স্লিপার কোচের ব্যবস্থা করা হচ্ছে। কী কী সুবিধা থাকবে এতে? বন্দে ভারতের বিছানা কেমন হবে? জেনে নিন।

বন্দে ভারতের স্লিপার ট্রেন চালু হতে আর খুব বেশি দেরি নেই। খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন আগামী ১৫ ই আগস্টের মধ্যেই বন্দে ভারত চলাচল শুরু হয়ে যাবে। আপাতত রেলের ট্রায়াল চলবে। ছয় মাসের মধ্যেই সম্পূর্ণ পরিষেবা চালু হবে যাত্রীদের জন্য। যাত্রীদের সুবিধার জন্য একাধিক অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে।

 Vande Bharat Sleeper

বন্দে ভারত হবে ১৬ কামরার ট্রেন। এই ট্রেনের প্রতিটি ইউনিটে চারটি করে কামরা থাকবে। সেন্সর ভিত্তিক লাইটিং থাকবে প্রত্যেকটি কামরায়। নজরদারির জন্য ক্যামেরা, নয়েস ইনসুলেশন, শক্ত মজবুত জানালা, বায়ো ভ্যাকুউম টয়লেট থাকবে। বন্দে ভারতের ফার্স্ট ক্লাস এসির যাত্রীরা আরও অনেক সুবিধা পাবেন যা এর আগে আর কোনও ট্রেনে মেলেনি।

এতদিন পর্যন্ত বন্দে ভারতে চেয়ার কারের বন্দোবস্ত ছিল শুধু। তাই দূরপাল্লার ট্রেন হিসেবে এই ট্রেন ব্যবহার করা যেত না। এবার যেহেতু স্লিপার কামরা জুড়ে যাবে বন্দে ভারতের সঙ্গে তাই আগামী দিনে দূরের গন্তব্যের জন্যেও চালানো যাবে এই ট্রেন। প্রধানত যাত্রীদের সুযোগ-সুবিধা এবং স্বাচ্ছন্দ্যই গুরুত্ব পাবে।

আরও পড়ুন : কেমন হবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের কামরা? ঘুরে দেখুন ট্রেনের অন্দরমহল

 Vande Bharat Sleeper

আরও পড়ুন : রেলের কবচ আসলে কী? দুর্ঘটনা থেকে এটা কীভাবে যাত্রীদের প্রাণ বাঁচায়?

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন বন্দে ভারতে যাত্রীদের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য এবং যাত্রাপথ যাতে আরামের হয় তার সুনিশ্চিত করতে তৎপর রেল। সিট কুশন, উপরের বার্থে যাওয়ার জন্য সিড়ি, পা রাখার জন্য অতিরিক্ত জায়গাও থাকবে।