৭৭ বছর পর খুলে গেল ট্রেনের এই রুট, আরো সহজে হবে কলকাতা-বাংলাদেশ যাতায়াত

Published on:

New Train Route Is Going To Open In Kolkata To Rajsashi Know Details

ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং চিকিৎসার প্রয়োজনে প্রত্যেকদিন হাজার হাজার বাংলাদেশী ভারতে আসেন। আবার ভারত থেকেও পর্যটন এবং অন্যান্য কারণে বহু মানুষ বাংলাদেশ যান। এই যাতায়াত যাতে মসৃণ হয় তার জন্য বেশ কিছু ট্রেনের পথ খোলা রয়েছে। এবার তার সঙ্গে সংযুক্ত হলো আরও একটি ট্রেন। উপকৃত হবেন দুই বাংলার মানুষ।

এই মুহূর্তে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে যাতায়াতের জন্য তিনটি ট্রেন চালু রয়েছে। মৈত্রী, মিতালী এবং বন্ধন এক্সপ্রেস, এই তিন ট্রেনের পর এবার খুলে গেল ভারত-বাংলাদেশের পুরনো একটি ট্রেনের রুট। প্রায় ৭৭ বছর বন্ধ থাকার পর নতুন করে চালু হলো রাজশাহী-কলকাতার রুট। রাজশাহী থেকে কলকাতা এবং কলকাতা থেকে রাজশাহী যাতায়াত করতে পারবেন এবার।

Train

৭৭ বছর আগে কলকাতা-রাজশাহী রুটের এই ট্রেন পথ খোলা ছিল। কিন্তু ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় সকল ট্রেনে রুট বন্ধ হয়ে যায়। তারপর অন্যান্য ট্রেনের রুট খুললেও কলকাতা-রাজশাহীর ট্রেনের পথ বন্ধ ছিল দীর্ঘ কয়েক দশক ধরে। তবে দুই প্রতিবেশী রাষ্ট্রের সরকার এই পুরনো ট্রেনের রুট আবারও খোলার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন : নামমাত্র খরচে এসি কটেজে থাকা-খাওয়া! সবুজে ঘেরা এই জায়গা না গেলে চরম মিস

Train

আরও পড়ুন : কম বাজেটে বিদেশ ঘুরতে চান? ঘুরে আসুন বাংলাদেশ থেকে

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে এসেছিলেন। এরপর বাংলাদেশে ফিরে গিয়ে তিনি দাবি করেন বন্ধ হয়ে যাওয়া রুটে আবারও ট্রেন চলাচল শুরু হবে। এর ফলে ঢাকা-কলকাতা, ঢাকা নিউ-জলপাইগুড়ি এবং কলকাতা খুলনার পর এবার রাজশাহী এবং কলকাতাও ট্রেন পথে জুড়ে যাবে।