বদলে গেল ট্রেনের এসি, স্লিপার কোচে ঘুমানোর সময়! জেনে নিন ভারতীয় রেলের নতুন নিয়ম

Published on:

New Sleeping Time Of Indian Rail`s Sleeper And AC Coaches

দূরপাল্লার যাতায়াত যাতে একটু আরামে হয় তার জন্য এসি কিংবা স্লিপার কোচের টিকিট কাটেন যাত্রীরা। শুয়ে, ঘুমিয়ে যাত্রাপথ অতিক্রম করার জন্য ট্রেনের কামরায় উপযুক্ত ব্যবস্থাও থাকে। সম্প্রতি ভারতীয় রেল স্লিপার এবং এসি কামরাতে যাত্রীদের ঘুম সংক্রান্ত নিয়মের কিছু পরিবর্তন এনেছে। এবার থেকে বদলে গেল ঘুমের সময়। জানুন ঠিক কতক্ষণ ট্রেনে ঘুমাতে পারবেন।

এর আগে দূরপাল্লার ট্রেনগুলোতে যাত্রীরা রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত ঘুমাতে পারতেন। যার ফলে ৯ ঘন্টা ঘুমানো যেত মোট। কিন্তু সম্প্রতি এই সময়সীমা কমিয়ে আনা হয়েছে। এখন ৯ ঘন্টার পরিবর্তে ৮ ঘন্টা ঘুমাতে পারবেন যাত্রীরা। নতুন নিয়ম অনুসারে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ঘুমানো যাবে।

Indian Rail

কেন নিয়মের পরিবর্তন হল?

আসলে যাত্রীদের সুবিধার জন্যই এই নিয়ম আনা হয়েছে। ট্রেনের স্লিপার কামরাগুলোতে তিনটি বার্থ থাকে। আপার, মিডিল এবং লোয়ার। যদি মিডিল বার্থের যাত্রী শুয়ে পড়েন সে ক্ষেত্রে লোয়ার বার্থের যাত্রীকেও শুয়ে পড়তে হবে। নতুবা তিনি বসে যেতে চাইলে তার মাথা মিডিল বার্থে গিয়ে ঠেকবে। স্বাচ্ছন্দের সঙ্গে বসে থাকতে পারবেন না তিনি।

এই মর্মে বহুদিন যাবত লোয়ার বার্থের যাত্রীরা অভিযোগ জানাচ্ছিলেন রেলের কাছে। অনেকের অভিযোগ ছিল রাত ৯ টা বাজতে না বাজতেই মিডিল বার্থের যাত্রীরা শোওয়ার তোড়জোড় শুরু করে দিচ্ছেন। রেল তাই এবার সব যাত্রীদের কথা ভেবে রাতে ঘুমানোর সময় পিছিয়ে দিল। ঘুমের সময় তাই একঘন্টা কমিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : বদলে যাচ্ছে ট্রেনের স্লিপার কামরা! এবার মিলবে এইসব নতুন সুবিধা

Indian Rail

আরও পড়ুন : ট্রেন লেট হলেই ফেরত পাবেন টাকা! জানুন ভারতীয় রেলের নতুন নিয়ম

রেলের নতুন নিয়মের ফলে লোয়ার বার্থের যাত্রীরা রাত দশটা পর্যন্ত আরামসে নিজের সিটে বসে যেতে পারবেন। আবার ভোর ৬ টার সময় মিডিল বার্থ নামিয়ে দিতে হবে। যার ফলে লোয়ার এবং মিডিল বার্থের যাত্রীরা লোয়ার বার্থে বসে বাকি পথ যাবেন। যে সমস্ত ট্রেনে স্লিপার কোচ রয়েছে সেইসব ট্রেনে এই নিয়ম কার্যকর হবে।