এক টিকিটে ঘুরে নিন গোটা ভারত, যাত্রীদের সুবর্ণ সুযোগ দিচ্ছে ভারতীয় রেল

Published on:

New Rule By Indian Rail On Travel To Multiple Destinations By Only One Tickets

দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সমগ্র অংশকে একই সূত্রে বেঁধে ফেলেছে ভারতীয় রেল। তবে অনেক সময় দেখা যায় গন্তব্যস্থলের সরাসরি টিকিট না পেয়ে যাত্রীদের ট্রেন পরিবর্তন করে নতুন ট্রেনের টিকিট কেটে যাতায়াত করতে হচ্ছে। এতে যেমন বারবার টিকিট কাটতে হয় তেমনই খরচ বেড়ে যায়। যাত্রীদের সুবিধার্থে এবার নতুন এক নিয়ম চালু করল ভারতীয় রেল। যাতে বারবার টিকিট কাটার সময় এবং খরচ দুটোই বাঁচাতে পারবেন।

ধরা যাক কোনও ব্যক্তিকে হয়তো হাওড়া থেকে দেরাদুন যেতে হবে। কিন্তু তিনি দেরাদুন যাওয়ার সরাসরি ট্রেনের টিকিট পাচ্ছেন না। অতএব তাকে প্রথমে হাওড়া থেকে দিল্লি টিকিট কেটে দিল্লি পর্যন্ত পৌঁছাতে হবে। তারপর দিল্লি থেকে আবার ট্রেন ধরে দেরাদুন যেতে হবে। ফেরার পথেও একই নিয়ম। কিন্তু এটা ছিল এতদিনের ঝামেলা। রেলের নতুন পদক্ষেপে এই ঝামেলা থেকে মুক্তি পেলেন যাত্রীরা।

এখন থেকে আপনি যদি একই রুটে ভ্রমণ করেন সেক্ষেত্রে আপনাকে বারবার টিকিট কাটতে হবে না। এর জন্য ভারতীয় রেলের তরফ থেকে সার্কুলার জার্নি টিকিট আনা হয়েছে। সার্কুলার জার্নির টিকিট কাটলে আপনি সর্বোচ্চ আটটি স্টেশনের যেকোন‌ওটিতে নামতে পারবেন। অর্থাৎ ৮ টি স্টপেজের জন্য আপনাকে একবারই টিকিট কাটতে হবে।

আরও পড়ুন : ২ ঘন্টায় বিদেশ ভ্রমণ, কম খরচেই ঘুরতে পারবেন এই ৮ টি দেশ

তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে। সার্কুলার জানি টিকিট কাটলে যে স্টেশন থেকে যাত্রা শুরু করছেন সেই স্টপেজেই আপনার যাত্রা শেষ হবে। এতে মূলত পর্যটক এবং তীর্থযাত্রীদের সুবিধা হবে। একবার টিকিট কেটেই তারা গোটা ট্রিপ ঘুরে ফেলতে পারবেন। বারবার টিকিট কাটতে হবে না, আবার খরচ টাও কম হবে। কেবল যাত্রা শুরু এবং যাত্রা শেষের স্টেশন এক হতে হবে।

আরও পড়ুন : ভারতের সবথেকে বিলাসবহুল ট্রেন, যার এক রাতের ভাড়া দিয়ে সাত জন্মের ট্রেনের টিকিট কাটা যাবে

সার্কুলার জার্নি টিকিট কাটলে নূন্যতম ১ হাজার কিলোমিটার দূরত্ব ট্রেনে অতিক্রম করতেই হবে। এই নিয়মটাও আনা হয়েছে। সাধারণ টিকিটের তুলনায় সার্কুলার জার্নি টিকিটের ভাড়া কিন্তু বেশ কম। প্রবীণ নাগরিকদের মধ্যে পুরুষের ক্ষেত্রে ৪০ শতাংশ এবং প্রবীণ মহিলাদের ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে।