এক ধাক্কায় রোড ট্যাক্স বেড়ে গেল বাংলায়! এবার কত টাকা দিতে হবে?

Published on:

New Road Tax Rule In West Bengal

সম্প্রতি রোড ট্যাক্সের নিয়মে কিছু পরিবর্তন আনলো রাজ্য সরকার। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হতে না হতেই বাংলার সমস্ত ব্যক্তিগত এবং বাণিজ্যিক গাড়ির রোড ট্যাক্স সম্পর্কিত নিয়ম বদলে গেল। এবার থেকে রোড ট্যাক্স আদায়ের সময়সীমা বদলে যাবে। রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের তরফ থেকে পাঠানো সেই প্রস্তাবে সই করেও দিয়েছেন।

ব্যক্তিগত এবং বাণিজ্যিক গাড়ির রোড ট্যাক্স আদায়ের সময় সীমা পরিবর্তনের জন্য বিধানসভায় বিশেষ বিল পেশ করা হয়েছিল। সেই বিল পাশ করার পর গত সোমবার গিয়েছিল রাজ্যপালের কাছে। এবার থেকে ১৫ বছরের জন্য এককালীন কর দিতে হবে গাড়ির মালিকদের। আগে ৫ বছরের জন্য কার্যকর ছিল এই নিয়ম।

ROAD TAX

রোড ট্যাক্সের জন্য কত টাকা দিতে হবে এবার থেকে?

যে সমস্ত গাড়িতে ৯০০ সিসি ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন রয়েছে সেইসব গাড়ির মূল্যের ৭.৫ শতাংশ কিংবা ৩০,০০০ টাকার মধ্যে যেটা বেশি হবে, সেই পরিমাণ অর্থ দিতে হবে রোড ট্যাক্স বাবদ। যেসব গাড়ির ইঞ্জিন ৯০০ থেকে ১৪৯০ সিসির সেগুলির ক্ষেত্রে ৪৫ হাজার টাকা কর ধার্য হয়েছে। ১৪৯০ থেকে ২০০০ সিসি পর্যন্ত গাড়িগুলোর ক্ষেত্রে ৬০ হাজার টাকা দিতে হবে।

২০০০ সিসির বেশি ক্ষমতা সম্পন্ন গাড়িগুলির জন্য ৭৫ হাজার টাকা রোড ট্যাক্স দিতে হবে। উল্লেখ্য, এই পরিমাণ অর্থ কিন্তু ১৫ বছরের জন্য এককালীনভাবে সংগ্রহ করা হবে। বাণিজ্যিক গাড়িগুলোর ক্ষেত্রে এককালীন ৩, ৫, ১০ বছরের জন্য রোড ট্যাক্স দেওয়ার সুযোগ থাকছে।

আরও পড়ুন : ভারতের কোন স্টেশনের কোন খাবার বিখ্যাত? হাওড়া স্টেশনের স্পেশাল খাবার কী?

ROAD TAX

আরও পড়ুন : কলকাতা মেট্রোয় চালু হচ্ছে অত্যাধুনিক এই ব্যবস্থা! যাত্রী সুবিধার্থে বড় উদ্যোগ রেলের

যাত্রীবাহী কিংবা পণ্যবাহী গাড়ি, যেগুলির ওজন ৬ টন পর্যন্ত হয় সেগুলিতে এককালীন তিন বছরের জন্য কর দিলে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। পাঁচ বছরের জন্য কর দিলে ৩০ শতাংশ ছাড় পাওয়া যাবে। ১০ বছরের জন্য কর দিলে ৪০ শতাংশ ছাড় পাবেন।