এবার ট্রেন চালকদের কথা ভেবে বিশেষ ব্যবস্থা নিল ভারতীয় রেল। জায়গায় জায়গায় যেভাবে ট্রেন দুর্ঘটনা ঘটছে তাতে ট্রেন চালকদের নিয়েও নানা প্রশ্ন উঠছে। চালকদের উপযুক্ত বিশ্রামের ব্যবস্থা প্রয়োজন বলে দাবি তুলছেন একাংশ। আর সেই কারণেই বর্ধমান স্টেশনে চালু হল আধুনিক রুম। যেখানে আরামে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবেন ট্রেন চালকেরা।
নানা রকম সুযোগ সুবিধা রয়েছে ট্রেন চালকদের জন্য তৈরি এই আধুনিক রুমে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন বিশেষ এই বিশ্রাম কক্ষে ঠিক কী কী সুবিধা থাকবে। সম্পূর্ণ এয়ারকন্ডিশনিং ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে মেডিটেশন রুম রাখা হয়েছে। যোগা করার জন্য বিশেষ ম্যাট রয়েছে।
শুধু তাই নয়, চালকদের শারীরিক ফিটনেসের জন্য ট্রেডমিল এবং সাইকেল রাখা হয়েছে। এছাড়া তাদের জন্য অত্যাধুনিক মানের ম্যাসাজ চেয়ার রাখা হয়েছে। যেখানে বসে তারা ফুল বডি এবং লেগ ম্যাসাজ নিতে পারবেন। এছাড়া মন ভালো রাখার জন্য টেনিস খেলার ব্যবস্থা হয়েছে। সেই সঙ্গে থাকা ও খাওয়ার ব্যবস্থাও আছে।
আরও পড়ুন : এই কামরার এই সিটে বসুন সবসময়, ট্রেন দুর্ঘটনা হলেও আপনার কিছু হবে না
ট্রেন চালকের জন্য এই সমস্ত সুযোগ সুবিধা চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। কারণ ট্রেন চালানোর সময় চালকের সতর্ক থাকা সব সময় খুবই জরুরী। এর উপর নির্ভর করছে কয়েকশো যাত্রীর প্রাণ। তাই চালকের মন এবং শরীরের যত্ন নিতে হবে। তাদের বিশ্রাম নেওয়াটা খুবই জরুরী। এই কারণেই আধুনিক বিশ্রাম কক্ষের ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য।
আরও পড়ুন : জোর কদমে চলছে কাজ! এবার এই রুটেও চলবে মেট্রো, দারুণ পদক্ষেপ রেলের
আরও পড়ুন : জল ঢালতে তারকেশ্বর যাবেন? চালু হলো ১২ টি স্পেশাল ট্রেন, দেখুন ট্রেনের সময়সূচী
বর্ধমান ছাড়াও এই ব্যবস্থা হাওড়া, শিয়ালদা, আসানসোল, রামপুরহাট, বোলপুর, মালদা, সহ মোট ২৬ টি জায়গাতে চালু করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের বিশ্রাম কক্ষ আরও বাড়ানো হতে পারে।