সাধারণ যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এলো ভারতীয় রেল। খুব শীঘ্রই ২ জোড়া গরীবরথ এক্সপ্রেস পরিষেবা চালু হবে। বাংলার মানুষেরাও এবার কম খরচে এই এক্সপ্রেস ট্রেন ব্যবহারের সুবিধা পাবেন। সেই সঙ্গে এখন দার্জিলিং, গ্যাংটক যাওয়া আরও সহজ হয়ে গেল। কোন রুটে, কবে চালু হবে এই এক্সপ্রেস ট্রেনগুলো সম্প্রতি সেই দিনক্ষণ জানালো রেল। দেখে নিন এক নজরে।
প্রধানত পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর-পূর্ব রেলের যোগাযোগ মজবুত করতেই এই দুই জোড়া গরীব রথ এক্সপ্রেস ট্রেন চালু করা হচ্ছে। আগরতলা-কলকাতা এবং গুয়াহাটি-কলকাতার মধ্যে এই ট্রেনগুলো চলবে। এই ট্রেনগুলোতে ১৬ টি এসি তিন টায়ার ইকোনমি কোচ থাকবে। যার ফলে রোগী, ছাত্র থেকে শুরু করে ব্যবসায়ী এবং অন্যান্য যাত্রীদের বেশ সুবিধা হবে।
আগামী ৩রা জুলাই থেকে চালু হবে ১২৫০২ আগরতলা-কলকাতা গরিব রথ এক্সপ্রেস। আগরতলা থেকে এই ট্রেন রওনা দেবে ৭:৩৫ ঘন্টায়। পরের দিন ১৪:৩০ ঘন্টায় কলকাতায় পৌঁছাবে এই ট্রেন। ১২৫০১ কলকাতা-আগরতলা ট্রেনটি ৭ই জুলাই থেকে প্রতি রবিবার কলকাতা থেকে ২১:৪০ ঘন্টায় রওনা দিয়ে মঙ্গলবার ৫:১৫ ঘণ্টায় আগরতলায় পৌঁছাবে।
যাতায়াতের পথে ধর্মনগর, নিউ হাফলং, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, কাটোয়া জং. ও ব্যান্ডেল জং. ইত্যাদি স্টেশনের উপর দিয়ে যাবে ট্রেন দুটি। অন্যদিকে ট্রেন নম্বর ১২৫১৮ গুয়াহাটি কলকাতা গরিব রথ এক্সপ্রেস ৬ই জুলাই থেকে প্রত্যেক শনিবার চলবে।
আরও পড়ুন : রিজার্ভেশন কামরায় বেআইনি দখলদারি? একটি নম্বরে মেসেজ করলেই দ্রুত খালি হবে সিট
আরও পড়ুন : আর ভিড়ে ঠেলাঠেলি নয়! শিয়ালদা স্টেশনে বসবে এই বিশেষ ব্যবস্থা
গুয়াহাটি থেকে ২১ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ১৪:৩০ ঘন্টায় কলকাতায় পৌঁছবে গুয়াহাটি-কলকাতা গরিব রথ এক্সপ্রেস। কলকাতা-গুয়াহাটি ট্রেন নম্বর ১২৫১৭ গরির রথ এক্সপ্রেস ৪ঠা জুলাই থেকে প্রত্যেক বৃহস্পতিবার কলকাতা থেকে ২১:৪০ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ১৬:১৫ ঘণ্টায় গুয়াহাটি স্টেশনে পৌঁছাবে। গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, কাটোয়া জং. ও ব্যান্ডেল জং. ইত্যাদি স্টেশনের উপর দিয়ে যাবে।