প্রত্যেকদিন কয়েকশো মানুষ ভিড় করেন দীঘার সমুদ্র সৈকতে। সমুদ্র দেখার জন্য ও সমুদ্রে নেমে স্নান করার জন্য অনেকেই এখানে আসেন। তবে এবার দীঘার সমুদ্রে চালু হতে চলেছে নতুন এক ব্যবস্থা। এবার থেকে দীঘার সমুদ্রে ভাসবে প্রমোদতরী। পর্যটকরা চাইলে তাতে চড়ে সমুদ্র ভ্রমণ করতে পারবেন। আর কী কী সুবিধা পাবেন? জেনে নিন।
সারা বছর দীঘাতে পর্যটকরা ভিড় করেন। আগামী জুলাই মাস থেকেই দীঘাতে প্রমোদতরী চলাচল করতে শুরু করে দেবে। যার নাম এমভি নিবেদিতা। এর মধ্যে নাচ-গান থেকে খাওয়া-দাওয়া, ডিজে ইত্যাদি সবকিছুর ব্যবস্থা আছে। এখানে বিনোদনের নানা সুযোগ-সুবিধা পাওয়া যাবে। যার ফলে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে।
দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ দীঘার উন্নয়নের জন্য কাজ করছে এখন। পর্ষদের তৎপরতায় দীঘার সমুদ্র সৈকতে অবৈধ দখলদারি এবং অবৈধ দোকান তুলে দেওয়া হয়েছে। ডাবের দোকান থেকে মাছ ভাজার দোকান এখন আর দীঘার সমুদ্র সৈকতে থাকতে পারবে না। প্রশাসনের তৎপরতায় দীঘা সমুদ্র সৈকতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ চলছে।
আরও পড়ুন : হাতের কাছেই রয়েছে মিনি গোয়া! নতুন এই সমুদ্র সৈকতে না গেলেই চরম মিস
এছাড়াও আগামী দিনে দীঘাকে নিয়ে অনেক বড় পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এখানে পুরীর মত মন্দির গড়ে তোলা হবে। পুরীতে জগন্নাথ দর্শনের জন্য যেমন অনেক মানুষ ভিড় করেন, দীঘাতেও তেমনটা হবে। তাই দীঘা আর এখন থেকে শুধুই পর্যটন স্থান নয়, বাঙালিদের কাছে তীর্থস্থান হয়ে উঠবে খুব তাড়াতাড়ি।