লন্ডনকেও টেক্কা দেবে কলকাতা মেট্রো! আসছে এই বিশেষ পরিষেবা

Published on:

New Aluminium Third Rail Will Replace Old Rail In Kolkata North South Blue Line Metro

কলকাতা মেট্রোর সব থেকে পুরনো মেট্রো নর্থ-সাউথ ব্লু লাইন মেট্রো। দমদম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত রুটে প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু দেশের মধ্যে সবথেকে পুরনো মেট্রো হওয়ার কারণে হঠাৎ হঠাৎ মেট্রো বিভ্রাটের কারণে ভোগান্তিতেও পড়তে হয় যাত্রীদের। কিন্তু এবার সম্পূর্ণ বদলে যাবে নর্থ-সাউথ ব্লু লাইনের মেট্রোর পরিষেবা। কী কী পরিবর্তন আসবে জেনে নিন।

এবার লন্ডন, সিঙ্গাপুর, মস্কো, বার্লিনের মত অ্যালুমিনিয়ামের থার্ড রেল বসতে চলেছে নর্থসাউথ লাইনে। সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে এই মর্মে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে জানানো হয়েছে প্রায় ৪০ বছরের পুরনো ইস্পাতের থার্ড রেল বদলে সেই জায়গায় অ্যালুমিনিয়ামের থার্ড রেল বসানো হবে। এর ফলে বিদ্যুতের খরচ কমে আসবে ৮৪ শতাংশ।

Kolkata Metro

অ্যালুমিনিয়ামের লাইন বসানো হলে বিদ্যুতের খরচ কমার পাশাপাশি যে পরিমাণ কার্বন উৎপাদন হয় মেট্রো চলাচলের ফলে তাও কমে আসবে। অন্তত ৫০০০০ টন কার্বন কম উৎপাদন হবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। এর ফলে পরিবেশ দূষণও কমবে। অন্যদিকে বিদ্যুতের খরচ বছরে প্রত্যেক কিলোমিটারে অন্তত ১ কোটি টাকা বেঁচে যাবে। কমে আসবে দুটি মেট্রোর মধ্যে সময়ের পার্থক্য।

এই পরিষেবা চালু হলে মেট্রো বিভ্রাট এড়ানো সম্ভব হবে বলে দাবি করছে মেট্রো কর্তৃপক্ষ। অ্যালুমিনিয়ামের থার্ড রেল ইস্পাতের মতো গরম হয়ে স্ফুলিঙ্গ সৃষ্টি করবে না। যান্ত্রিক যোগাযোগ অনেকটাই কমে যাবে। থার্ড রেল বদলের জন্য একটি জার্মান সংস্থাকে টেন্ডার দেওয়া হয়েছে। এর আগে লন্ডন, বার্লিন, মস্কো, সিঙ্গাপুরের মত বিশ্বের ২০ টি বড় বড় শহরে এই ব্যবস্থা চালু হয়েছে।

আরও পড়ুন : যাত্রী সুবিধার্থে চলবে স্পেশাল মেট্রো! কবে, কোন রুটে? রইল টাইম টেবিল

Metro Railway Kolkata

আরও পড়ুন : পুজোয় টিকিটের চাহিদা তুঙ্গে এখন থেকেই! অ্যাডভান্স টিকিট বুক করে ফেলুন এইভাবে

এরই মধ্যে জোকা-তারাতলা এবং নিউ গড়িয়া-রুবি মেট্রোয় অ্যালুমিনিয়ামের থার্ড রেল ব্যবহার করা হয়েছে। আগামী দুই বছরের মধ্যে কলকাতার সব থেকে পুরনো মেট্রো রুটে দমদম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত কাজ সম্পন্ন করে ফেলা হবে। দৈনিক ২০০ মিটার রেল বদলের কাজ চলবে। এখন যেখানে ৫ মিনিটের ব্যবধানে মেট্রো চলছে নর্থ সাউথ ব্লু লাইনে সেই জায়গায় আড়াই মিনিটে মেট্রো পাওয়া যাবে আগামী দিনে।