Purulia Transport: এবার বিমানে চেপেই যাওয়া যাবে অযোধ্যা পাহাড়, চালু হচ্ছে নতুন বিমান পরিষেবা

Published on:

New Air Port Will Open In Purulia Soon

শুধু কলকাতা নয়, এবার পশ্চিমবঙ্গের আরও একটি জেলাতে তৈরি হতে চলেছে অত্যাধুনিক বিমানবন্দর। পুরুলিয়া জেলাতে নতুন বিমানবন্দর তৈরির কথা ভাবছে পশ্চিমবঙ্গ সরকার। পুরুলিয়া শহর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত ছররা। এখানেই নতুন বিমানবন্দর গড়ে তোলার প্রস্তুতি চলছে। সরকারের এই উদ্যোগে দারুন খুশি পশ্চিমবঙ্গবাসী।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতিতে বিমান ওঠানামার জন্য পুরুলিয়ার ছররাতে এয়ার স্ট্রিপ তৈরি করেছিল ব্রিটিশরা। তারপর থেকে এখনো পর্যন্ত এই জায়গা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ব্রিটিশদের তৈরি করা সেই রানওয়ে অর্থাৎ এয়ার স্ট্রিপকে অত্যাধুনিক বিমানবন্দরে পরিণত করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার।

PURULIA

সম্প্রতি রাজ্য সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়ার, রাইট ডিপার্টমেন্ট এবং ভূমি দপ্তরের আধিকারিকরা পুরুলিয়ার ওই রান ওয়ে পরিদর্শন করে এসেছেন। ম্যাপ দেখে জমি পরিদর্শনের পাশাপাশি সয়েল টেস্ট হয়েছে। বিমানবন্দরের ডিপিআর তৈরি করার পর সেই রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : বর্ষার রূপ দেখতে হলে ঘুরে আসুন পুরুলিয়ার এই অফবিট জায়গা থেকে, সব ক্লান্তি দূর হয়ে যাবে

পুরুলিয়াতে নতুন এই বিমানবন্দর তৈরি হয়ে গেলে পুরুলিয়ার সঙ্গে রাজ্য এবং দেশের অন্যান্য অংশের যোগাযোগ আরো বাড়বে। ১৭২২ মিটার দৈর্ঘ্য এবং ৩৫০ মিটার প্রস্থ বিশিষ্ট বিমানবন্দর তৈরি হবে পুরুলিয়ায়। এর ফলে জেলার পাশাপাশি রাজ্যের আর্থসামাজিক ক্ষেত্রে উন্নতি হবে।

আরও পড়ুন : বর্ষায় উইকেন্ড কাটিয়ে আসুন পুরুলিয়ায়! কোথায় যাবেন? কী কী দেখবেন?

PURULIA

আরও পড়ুন : ভরা বর্ষায় ঘোরার জন্য বাংলার সেরা ৯ জায়গা

পর্যটন কেন্দ্র হিসেবে পুরুলিয়া পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা। এই জেলায় প্রত্যেক বছর প্রচুর পর্যটক আসেন। খুব অল্প সময়ের মধ্যেই রাজ্যের যে কোনও প্রান্ত থেকে এখানে আসা যায়। সেই জায়গায় নতুন বিমানবন্দর তৈরি হলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। পর্যটন এবং ব্যবসার কাজে অনেক এগিয়ে যাবে পুরুলিয়া।