১২টি রুটে ছুটবে নতুন ৩৮টি বাস! দার্জিলিং যাওয়া এখন আরও সহজ

Published on:

New 38 CNG Bus Services Will Start Soon Towards North Bengal

সারা বছরই প্রায় উত্তরবঙ্গের রুটে পর্যটকদের ভিড় লেগে থাকে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা তাই এবার বাসের পরিষেবা আরও উন্নত করার পদক্ষেপ নিল। নতুন ৩৮ টি বাস চালু হল উত্তরবঙ্গের রুটে। এরমধ্যে বেশ কিছু রকেট বাস আছে। অর্থাৎ এবার উত্তরবঙ্গে দার্জিলিং কিংবা সিকিম বা অন্যান্য পর্যটন স্থলে পৌঁছানো যাবে আরও কম সময়ে। কোন কোন রুটে নতুন বাস এল? জেনে নিন।

নতুন ৩৮ টি বাসের মধ্যে তিনটি আলিপুরদুয়ার ডিপো পেয়েছে। আলিপুরদুয়ার-কলকাতা রকেট বাস সার্ভিস আগামী সপ্তাহেই চালু হয়ে যাবে। ৩০ টি নতুন সিএনজি বাস চালু করার সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে দুটি নতুন সিএনজি বাস উত্তরবঙ্গে পৌঁছেও গিয়েছে। সঙ্গে ১২টি নতুন রকেট বাস চালু করা হবে। শিলিগুড়ি সেন্ট্রাল বাস টার্মিনাসে পাঁচটি নতুন রকেট বাস পৌঁছে গিয়েছে।

BUS

সিএনজি বাসগুলো বিএস ছয় মডেলের। এর মধ্যে সেন্সর, প্যানিক বোতাম, ফায়ার এলার্ম, সিসিটিভি, চার্জিং পয়েন্ট, পুশ ব্যাক সিট, স্টাডি লাইট, উইন্ডোজ শেডসহ একাধিক পরিষেবা থাকবে। যাত্রী সুবিধার্থে বাসের পরিবহন ব্যবস্থা উন্নত করার লক্ষ্য নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তর।

বিগত তিন মাস ধরে বিভিন্ন রুটের বাস নির্বাচনের কাজের জন্য যাত্রী পরিষেবা ব্যাহত হয়েছে। ৫০ টি নতুন রুটে বাস চালানো হয়েছে। এরমধ্যে ৩০ থেকে ৩৫টি রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের ব্যবসা বেশ ভালো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু বাকি ১০টি রুটে ক্ষতি হয়েছে। বিকল্প কিছু ভাবা হচ্ছে ওই সমস্ত রুটের জন্য।

আরও পড়ুন : গাড়ি কিংবা বাসের সব থেকে নিরাপদ সিট কোনটি?

BUS

আরও পড়ুন : এক ঝটকাই কমে গেল ট্রেন ভাড়া! GST নিয়ে বড় সিদ্ধান্ত রেলের

বিগত তিন বছরে ডুয়ার্সে ১৫ টি বাসের রুট চালু হয়েছে। এর মধ্যে তিন-চারটে রুটে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আলিপুরদুয়ার বিল্ডিং সংস্কারের জন্য ১০০ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। ধাপে ধাপে টাকা পাওয়া যাবে। আর টাকা এলেই ডিপোর বিল্ডিং এবং ওয়ার্কশপ সংস্কারের কাজ শুরু হয়ে যাবে।