রেল যাত্রীদের জন্য এল এক বড় সুখবর। এবার মেইল এবং এক্সপ্রেস ট্রেনগুলোতে সাধারণ শ্রেণীর কোচের সংখ্যা বাড়তে চলেছে। যার ফলে আরো বেশি সংখ্যক মানুষ যাতায়াত করতে পারবেন ট্রেনে। ট্রেনের কোচের সংখ্যা বাড়লে সাধারণ শ্রেণী বা জেনারেল কোচে গাদাগাদি ভিড় কমে যাবে অনেক। আরামে যাত্রা করতে পারবেন যাত্রীরা। ভারতীয় রেলের এই সিদ্ধান্তে দারুন খুশি যাত্রীরা।
ক্ষমতায় আসার পর থেকেই কার্যত রেলের উন্নয়নের দিকে নজর দিয়েছে বিজেপি সরকার। বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু করে বিশ্বের উচ্চতম রেল সেতুর নির্মাণ হয়েছে ভারতে। রেল যাত্রীদের জন্য নিত্যদিন নতুন নতুন ব্যবস্থা আনা হচ্ছে। এবার জেনারেল কোচের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে ট্রেনগুলোতে। যার ফলে যাত্রীরা অনেক বেশি সুবিধা পাবেন।
মেইল এবং এক্সপ্রেস ট্রেনের সাধারণ শ্রেণীর কোচের সংখ্যা বাড়ানো হবে। যার ফলে ২৫০০ অতিরিক্ত সাধারণ কোচ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বছরে অতিরিক্ত ১৮ কোটি যাত্রী যাতায়াত করতে পারবেন। আপাতত রেলের একজন আধিকারিক জানিয়েছেন যে সমস্ত ট্রেনের দুটি সাধারণ বগি থাকে সেখানে চারটি বগি থাকবে। যেখানে সাধারণ ক্যাটাগরির বগি নেই, সেখানে দুটি কোচ বসানো হবে।
আরও পড়ুন : অত্যাধুনিক হচ্ছে বাংলার এই রেলস্টেশন! থাকবে বিমানবন্দরের মত সুযোগ-সুবিধা
এতদিন পর্যন্ত মেইল, এক্সপ্রেস এবং সুপারফাস্ট ট্রেনগুলোতে দুই থেকে চারটি করে সাধারণ কোচ থাকতো। নতুন সিদ্ধান্তের ফলে সাধারণ ক্যাটাগরির কোচ সংখ্যা বাড়তে চলেছে। এক্সপ্রেস ট্রেনগুলোর জন্য অতিরিক্ত ২৫০০ টি কোচ এবং মেইল ট্রেনগুলোর জন্য অতিরিক্ত ১২৫০ টি কোচ যুক্ত করতে হবে। ১৫০ থেকে ২০০ যাত্রী অতিরিক্ত বহন করতে পারবে নতুন কোচগুলো।
আরও পড়ুন : কীভাবে ট্রেনে মিডিল বার্থের চেইন আটকাতে হয়? না জানলে দুর্ঘটনা ঘটবেই
আরও পড়ুন : যখন খুশি ঘুমোনো যাবে না! ট্রেনে ঘুমোতে গেলে এবার মানতেই হবে এই নিয়ম
নতুন কোচ চালু হয়ে গেলে প্রত্যেকদিন ৫ লক্ষ অতিরিক্ত যাত্রী যাতায়াত করতে পারবেন জেনারেল কামরায়। বছরে ১৮ থেকে ২৫ কোটি অতিরিক্ত যাত্রী এর থেকে সুবিধা পাবেন। এই অর্থ বছর থেকেই প্রস্তুতি শুরু হয়ে যাবে নতুন কোচের। জেনারেলের পাশাপাশি ১৩৭৭টি স্লিপার ক্লাস কোচ তৈরি হবে বলেও জানা গিয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ৮৬৯২ টি নতুন কোচ তৈরি হবে। অমৃত ভারতের জন্য ৫০ টি এসি এবং নন এসি কোচ তৈরি হবে। বন্দে ভারতের জন্য ১৬০০ টি কোচ তৈরি হবে।