বর্ষা প্রায় আসি আসি করছে। অথচ স্বস্তির বদলে ভ্যাপসা গরমে আরও বেশি ওষ্ঠাগত হচ্ছে প্রাণ। শহরের গরম থেকে বাঁচতে এই সময় বেরিয়ে পড়ুন শান্ত-শীতল প্রকৃতির খোঁজে। খুব বেশিদূর যেতে হবে না অবশ্য। এই ভারতে এমন বেশ কিছু জায়গা রয়েছে যেখানে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে সুইমিং পুল। কয়েকটা দিন সেখানে স্নান করে, ডুব দিয়ে বা সাঁতার কেটে প্রাণ জুড়িয়ে নিন। জেনে নিন কোন কোন জায়গায় যাবেন।
কেম্পটি জলপ্রপাত
উত্তরাখন্ডের মুসৌরিতে প্রায় সাড়ে চার হাজার ফুট উচ্চতায় অবস্থিত পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে ঝর্ণা। সেই ঝর্ণার জল পাহাড়ের নিচে জমে জলাশয় তৈরি করেছে। এখানে নেমে স্নান করার মজাই আলাদা। এই জলপ্রপাতের পাশাপাশি মুসৌরি অবশ্যই ঘুরে দেখবেন। পর্যটনস্থল হিসেবে এই জায়গা খুবই বিখ্যাত।
দুধসাগর
গোয়াতে শুধু সমুদ্র নয়, পাহাড়ের বুকে রয়েছে দুধের মত সাদা জলের দুধ সাগর জলপ্রপাত। এর একেবারে পাশ দিয়ে গিয়েছে একটি রেললাইন। পাহাড়ের কোলে একেবারে টলটল করছে পরিষ্কার জল। দুধ সাগরের জলে ডুব দিলে সব ক্লান্তি মুছে যাবে।
ক্র্যাং সুরি জলপ্রপাত
মেঘালয়ের শিলং থেকে তিন ঘন্টা দূরত্বে জয়ন্তিয়া পাহাড় রয়েছে। সেই পাহাড়ের গায়ে রয়েছে ক্র্যাং সুরি জলপ্রপাত। এখানে অনেক বলিউড ছবির শুটিং হয়। পাহাড়ের নিচে সুন্দর একটি জলাধার তৈরি হয়েছে। চারিদিকে রয়েছে ঘন সবুজ পাহাড়। তার মধ্যে পরিষ্কার টলটলে প্রাকৃতিক সুইমিং পুল তৈরি হয়েছে। সিঁড়ি দিয়ে অনেকটা নেমে তবে জলাধারের কাছে যাওয়া যায়। এখানে নামার আগে অবশ্যই লাইফ জ্যাকেট পরতেই হবে।
আরও পড়ুন : বর্ষায় বেড়ানোর জন্য সেরা ৩ জায়গা! কীভাবে যাবেন, কী কী দেখবেন
আরও পড়ুন : জলপ্রপাতের স্বর্গরাজ্য! কীভাবে যাবেন কেওনঝড়? কী কী দেখবেন?
কাকসাং জলপ্রপাত
এই জলপ্রপাত রয়েছে আসামে। আসামের বোকাখাট থেকে কিছুটা দূরে অনেক উঁচু থেকে নেমে এসেছে ঝর্ণা। সেই ঝর্ণা সশব্দে নিচের পাহাড়ি জমিতে আছড়ে পড়ে। এখানে স্নান করার পাশাপাশি অনেকে পিকনিক করতেও আসেন। তবে প্রবল বর্ষায় এই জায়গা বিপদজনক হয়ে ওঠে। তাই ওই সময়টা এখানে না আসাই ভালো।