তৃতীয় বিশ্বে বলতে গেলে প্রায় প্রতিটি দেশেরই উন্নয়ন হচ্ছে। পিছিয়ে নেই ভারতবর্ষ। তবে বিশ্বের সবথেকে শক্তিশালী দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান কত জানেন? বিশ্বের সবথেকে শক্তিশালী দেশগুলোর মধ্যে কোন কোন দেশ আছে? সম্প্রতি এই প্রশ্নের উত্তর খুঁজতে BAV গ্রুপ একটি র্যাঙ্কিং মডেল তৈরি করে। জানুন এই তালিকাতে ঠিক কোন কোন দেশের নাম রয়েছে।
বিশ্বের সবথেকে শক্তিশালী দেশের নির্বাচন হয় কীভাবে?
সাধারণত কোনও দেশের নেতা, অর্থনৈতিক-রাজনৈতিক প্রভাব, শক্তিশালী আন্তর্জাতিক জোট, শক্তিশালী সেনাবাহিনী, জিডিপি, জনসংখ্যা, পর্যটন ব্যবস্থা ইত্যাদির উপর নির্ভর করে সেই দেশের শক্তি পরিমাপ করা হয়।
বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ কোনটি?
এই তালিকাতে প্রথমেই রয়েছে আমেরিকা। ২৭.৯৭ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ছুঁয়ে ফেলেছে এই দেশটি। এখানকার মোট জনসংখ্যা ৩৩৯.৯ মিলিয়ন। আমেরিকার সেরা ৫ টি স্থান হল –
- ফ্রেমন্ট ট্রল – সিয়াটেল, ওয়াশিংটন,
- এলাকা ৫১ – লস ভেগাস, নেভাদা,
- কার হেঞ্জ – ইংল্যান্ডের স্টোনহেঞ্জ,
- রেসট্র্যাক – ক্যালিফোর্নিয়া-নেভাদা,
- প্রবাল দুর্গ – ফ্লোরিডা,
বিশ্বের দ্বিতীয় শক্তিশালী দেশ কোনটি?
আমেরিকার ঠিক পরেই রয়েছে চীন। এই দেশের অর্থনীতি ১৮.৫৬ ট্রিলিয়ন ডলারের। জনসংখ্যা ১.৪২ বিলিয়ন। প্রযুক্তিগত দিক থেকে চীন অন্যান্য দেশের থেকে অনেক এগিয়ে। এখানকার সেরা ৫টি স্থান হল,
- চীনের প্রাচীর,
- তিব্বত,
- বেইজিং,
- সাংহাই,
- দ্য সিল্ক রুট,
বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ কোনটি?
আমেরিকা এবং চীনের ঠিক পরেই রয়েছে রাশিয়া। ১.৯০ ট্রিলিয়ন ডলার অর্থনীতির এই দেশে ১৪৪ মিলিয়ন জনসংখ্যা রয়েছে। রাশিয়ার সেরা ৫ টি জায়গা হল –
- বৈকাল হ্রদ,
- মস্কো,
- সেন্ট পিটার্সবার্গ,
- আলতাই,
- সোচি,
বিশ্বের সবথেকে শক্তিশালী ১০ দেশের মধ্যে কোন কোন দেশ রয়েছে?
- জার্মানি : আমেরিকা, চীন এবং রাশিয়ার পরে রয়েছে জার্মানি। চার পয়েন্ট সাত ট্রিলিয়ন ডলারের অর্থনীতির এই দেশটিতে ৮৩.২ মিলিয়ন জনসংখ্যা রয়েছে।
- ব্রিটেন : ৩.৫৯ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির এই দেশে ৬৭.৭ মিলিয়ন জনসংখ্যা রয়েছে। ব্রিটেনের স্থান পঞ্চম।
- দক্ষিণ কোরিয়া : ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। ১.৭৮ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির এই দেশে ৫১.৭ মিলিয়ন মানুষ বসবাস করেন।
- ফ্রান্স : ফ্রান্স রয়েছে সপ্তম স্থানে। ৩.১৮ ট্রিলিয়ন অর্থনীতির এই দেশে ৬৪.৭ মিলিয়ন মানুষ বসবাস করেন।
- জাপান : অষ্টম স্থানে রয়েছে জাপান। ৪.২৯ ট্রিলিয়ন অর্থনীতির এই দেশে ১২৩.২ মিলিয়ন মানুষ বসবাস করেন।
- সৌদি আরব : নবম স্থানে রয়েছে সৌদি আরব। ১.১১ ট্রিলিয়ন অর্থনীতির এই দেশে ৩৬.৯ মিলিয়ন মানুষ বসবাস করেন।
- সংযুক্ত আরব আমিরশাহী : ১০ নম্বরে রয়েছে এই দেশটি। ৫৩৬.৮৩ বিলিয়ন অর্থনীতির এই দেশটিতে ৯.৫১ মিলিয়ন মানুষ বসবাস করেন।
ভারত কত নম্বরে রয়েছে?
সেরা দশের মধ্যে ভারত জায়গা করে নিতে পারেনি। তবে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গোটা পৃথিবীর মধ্যে ১২ নম্বরে রয়েছে ভারত। ৩.৩৯ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে বর্তমানে ১.৪১৭ বিলিয়ন মানুষ বসবাস করেন। ১১ নম্বরে রয়েছে ইজরায়েল।