দেশে-বিদেশে ঘুরে বেড়াতে কার না মন চায়? মোটামুটি ইউরোপ, আমেরিকা, আফ্রিকা থেকে শুরু করে মালদ্বীপ, ফ্রান্স এবং আরও অন্যান্য দেশের নাম বিশ্বের প্রায় বেশিরভাগ মানুষ জানেন এবং পর্যটকদের ভিড় এখানে থাকে বিস্তর। তবে এই পৃথিবীর আনাচে কানাচে এমন আরও বেশ কিছু অপরূপ সুন্দর দেশ রয়েছে যেগুলো সম্পর্কে পর্যটকরা বিশেষ জানেন না। আজকের এই প্রতিবেদনে রইল বিশ্বের তেমনি অজানা অচেনা সেরা অফবিট কিছু জায়গার তালিকা।
নাউরু : নাউরু একটি দ্বীপরাষ্ট্র। অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব দিকে অবস্থিত এই দ্বীপরাষ্ট্রে পৌঁছতে হলে ব্রিসবেন থেকে সরাসরি বিমানে করে চার ঘণ্টার পথ পাড়ি দিতে হয়। কম্যান্ড রিজ, ঘন নীল সমুদ্র সৈকত, প্রবাল প্রাচীর এখানকার বিশেষ আকর্ষণীয়।
টুভালু : দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত আরেকটি দ্বীপ রাষ্ট্র হল টুভালু। মোট ৯ টি দ্বীপ এবং প্রবাল প্রাচীর দিয়ে তৈরি এই রাষ্ট্র। এখানে পর্যটকদের ভিড় তেমন হয় না বললেই চলে। এখানে পর্যটকরা বোটে চেপে সাঁতার কাটতে এবং স্নরকেলিংয়ের অ্যাডভেঞ্চার উপভোগ করতে পছন্দ করেন।
ইকুইটোরিয়াল গিনি : আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলের ক্যামেরন এবং গ্যাবনের মধ্যবর্তী অংশে অবস্থিত এই ছোট্ট দেশটি। এখানে রয়েছে কঙ্গো রেইন ফরেস্ট। জঙ্গল এবং এখানকার বন্যপ্রাণী পর্যটকদের আকর্ষণ করে।
সাও টোম এন্ড প্রিন্সিপে : আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত এই দুটি দ্বীপপুঞ্জ। সম্পূর্ণ এলাকাটি আগ্নেয়গিরি থেকে উৎপন্ন হয়েছে। এখানকার রাজধানী শহর হল স্যান্টো অ্যান্টনিও। এখানকার বালিয়াড়ি সৈকত এবং জঙ্গল পর্যটকদের আকর্ষণ করবে।
কিরিবাটি : মধ্য প্রশান্ত মহাসাগরে ৩৩টি দ্বীপপুঞ্জ এবং প্রবাল প্রাচীর নিয়ে এই দেশটি গঠিত হয়েছে। এখানে সাদা বালির সমুদ্র সৈকত এবং রঙিন লেগুন অপরূপ সুন্দর প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে।
তুর্কমেনিস্তান : তুর্কমেনিস্তানের রাজধানী হল আশগাবাত। এই শহরের সোনালী গম্বুজের মার্বেলের তৈরি ঘরবাড়ি, মসজিদ, বাজার, প্রাসাদ ইত্যাদি সৌন্দর্য অতুলনীয়।
আরও পড়ুন : ২ ঘন্টায় বিদেশ ভ্রমণ, কম খরচেই ঘুরতে পারবেন এই ৮ টি দেশ
লাইবেরিয়া : পশ্চিম আফ্রিকাতে অবস্থিত লাইবেরিয়া -তে স্যাপো ন্যাশনাল পার্ক রয়েছে। এখানে রয়েছে নিম্বা পর্বত। যেখানে হাইকিং করা যেতে পারে। তবে এই দেশে প্রবেশ করতে হলে ইয়োলো ফিভারের ভ্যাকসিনেশনের সঙ্গে প্রমাণপত্র সঙ্গে আনতে হবে।
টোঙ্গা : প্রশান্ত মহাসাগরে অবস্থিত ১৭০ টির বেশি দ্বীপপুঞ্জ নিয়ে ছোট্ট দেশ টোঙ্গা তৈরি হয়েছে। এখানে রয়েছে সাদা বালির সৈকত, নীল-সবুজ রঙের লেগুন, বিশাল বড় প্রবাল প্রাচীর।
আরও পড়ুন : ভারতের সবথেকে বিলাসবহুল ট্রেন, যার এক রাতের ভাড়া দিয়ে সাত জন্মের ট্রেনের টিকিট কাটা যাবে
ইস্ট টিমোর : দক্ষিণ-পূর্ব এশিয়াতে অবস্থিত ইস্ট টিমোরের সমুদ্র উপকূল, প্রবাল প্রাচীর, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবেই। এখানে সমুদ্রে প্রচুর তিমি এবং ডলফিন দেখা যায়।