১৬ ঘন্টা নয়, এবার মাত্র ২ ঘন্টায় পৌঁছে যাবেন সিকিম, খুলে গেল নতুন রাস্তা

Published on:

Kolkata To Pakyong Flights

Sikkim Tourism : গরমে দার্জিলিং, সিকিম, গ্যাংটকের পথে যেন পা বাড়িয়েই থাকে বাঙালি। যদিও গোটা বছরভরই সিকিমে পর্যটকদের যাতায়াত লেগে থাকে। দিন প্রতিদিন সিকিমের প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়ছে। দক্ষিণবঙ্গ থেকে সিকিম যাওয়ার ব্যবস্থা খুবই সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে এখন আকাশপথে মাত্র দেড় ঘন্টায় কলকাতা থেকে পৌঁছানো যাবে সিকিমে (Kolkata To Pakyong Flights)।

সিকিম পাকিয়ং বিমানবন্দর

বর্তমানে দক্ষিণবঙ্গ থেকে যদি কেউ সিকিম যাওয়ার পরিকল্পনা করেন তাহলে তাকে প্রথমে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতে হবে। তারপর সেখান থেকে গাড়ি ধরে গন্তব্যস্থলে পৌঁছানো যাবে। সম্পূর্ণ প্রক্রিয়াতে প্রায় ১৬ ঘন্টারও বেশি সময় লাগে। তবে এই সম্পূর্ণ রাস্তা বিমানে করে পৌঁছে যাওয়া যাবে মাত্র দেড় ঘন্টায়। তাই চালু করা হয়েছে কলকাতা-সিকিম পাকিয়ং বিমান পরিষেবা। গ্যাংটক থেকে ৩১ কিলোমিটার দূরে অবস্থিত এই সিকিম পাকিয়ং বিমানবন্দর সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৬৪৬ ফিট উঁচুতে অবস্থিত।

কলকাতা থেকে সরাসরি সিকিম পৌঁছানোর আকাশ পথ থাকলেও গত বছর কিছু মাসের জন্য পরিষেবা বন্ধ রেখে পুজোর আগে আবার চালু হয়। এবার থেকে যাত্রীরা কলকাতা বিমানবন্দর থেকে বিমানে চড়ে সোজা সিকিম পাকিয়ং বিমানবন্দরে নামতে পারবেন। এতদিন বিমান পথ খোলা থাকলেও বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে গাড়ি ধরে কয়েক ঘন্টার রাস্তা পেরিয়ে সিকিমে পৌঁছাতে হত। কিন্তু এবার থেকে সরাসরি কলকাতা থেকে সিকিম যাওয়া যাবে আকাশ পথে।

২০১৮ সালে উত্তরবঙ্গের প্রথম গ্রীনফিল্ড এয়ারপোর্ট সিকিম পাকিয়ং বিমানবন্দরের পরিষেবা চালু হয়েছিল। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, দৃশ্যমানতার অভাবের কারণে বিমানবন্দর গত বছর কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। সেই সময় কিছু কাজ চলছিল এই বিমানবন্দরে। সিকিমের পাকিয়ং বিমানবন্দর পুনরায় খুলে যাওয়ার ফলে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন দক্ষিণবঙ্গের পর্যটনপ্রেমীরা।

আরও পড়ুন : ভারতের সবথেকে বিপদজনক জায়গা, যেখানে ভারতীয়দেরই প্রবেশ নিষিদ্ধ

কলকাতা থেকে সিকিম পাকিয়ং বিমানবন্দরের টাইম টেবিল

  • প্রতিদিন সকাল ৮:০৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে সিকিম পাকিয়ং বিমানবন্দরের উদ্দেশ্যে বিমান ছাড়বে। পৌঁছবে ৯:৩৫ মিনিটে।
  • সিকিম পাকিয়ং বিমানবন্দর থেকে কলকাতা ফেরার ফ্লাইট ছাড়বে সকাল ১০:৩০ মিনিটে। কলকাতায় পৌঁছবে দুপুর ১২:১০ মিনিটে।
  • কলকাতা থেকে সিকিম যাওয়ার পথে সময় লাগবে ১ ঘন্টা ৩০ মিনিট। সিকিম থেকে কলকাতা ফেরার সময় লাগবে ১ ঘন্টা ৪০ মিনিট।

আরও পড়ুন : থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি! বিনামূল্যে ঘোরার জন্য ভারতের সেরা ১০টি টুরিস্ট স্পট

কলকাতা থেকে সিকিম পাকিয়ং বিমানবন্দরের ভাড়া কত?

ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান যাত্রীদের নিয়ে কলকাতা থেকে সিকিমে যাতায়াত করবে। এই পথে মাথা পিছু খরচ ৪৯০০-৫৬০০ টাকার মধ্যে পড়বে।