শীত, গ্রীষ্ম, বর্ষা, বাঙালির কাছে সমুদ্র মানে দীঘাই ভরসা। ছুটি পেলেই তাই দীঘাতে ভিড় জমান এই বাংলার মানুষ। তাই দীঘা যাতায়াতের পথটা এবার আরো মসৃণ হলো। এবার কলকাতা থেকে সরাসরি পৌঁছে যেতে পারবেন দীঘা। তার জন্য চালু হলো বিশেষ ট্রেন। এই ট্রেন কবে কোথায় ছাড়বে, কোন কোন স্টেশনে থামবে? জেনে নিন সবকিছু।
৭ই জুলাই রথের দিন চালু হয়েছে কলকাতা থেকে দীঘা যাওয়ার প্রথম সরাসরি ট্রেন। এই ট্রেনে চেয়ার কার, স্লিপার ক্লাস, এসি, সবরকম বিভাগের সুবিধা রয়েছে। চালু হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে যাত্রীদের মধ্যে। শনি ও রবিবার কলকাতা দীঘা স্পেশাল ট্রেনে বেশ চাপাচাপি থাকছে। টিকিট না পেয়ে অনেকেই থাকছেন ওয়েটিংয়ে।
আরও পড়ুন : নামমাত্র খরচে হাউসবোটে রাত্রিবাস! বাংলার এই জায়গায় এলে কাশ্মীর ভুলে যাবেন
শনিবার এবং রবিবার কলকাতা-দীঘা স্পেশাল ট্রেন দুপুর দুটোর সময় ছাড়বে। দীঘাতে পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ছটার সময়। আবার দিঘা কলকাতা স্পেশাল ট্রেন দীঘা থেকে সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে ছাড়বে এবং কলকাতায় পৌঁছাবে রাত ১১ টা ৫৫ মিনিটে। কলকাতা থেকে দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন স্টেশন যেমন বাগনান, তমলুক, মেচেদা, কাঁথিতে স্টপেজ দেবে এই ট্রেন।
আরও পড়ুন : কবে খুলবে দীঘার জগন্নাথ মন্দির? বড় আপলোড দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুন : বদলে গেল বর্ষায় দীঘা ঘোরার নিয়ম! মানলে মজা, নাহলে বিরাট সাজা
বর্ষার এই মরসুমে দীঘার আলাদাই এক রুপ ধরা পড়ে। উত্তাল সমুদ্র যারা দেখেননি তারা ঝটপট ট্রেনের সিট বুকিং করে বেরিয়ে পড়ুন। আর এই সময় দীঘাতে গিয়ে যত খুশি ইলিশ-চিংড়ি খান। একই সঙ্গে ঘোরা এবং রসনা তৃপ্ত করাও হয়ে যাবে। এই সুযোগ মিস করবেন না যেন।