যত দিন যাচ্ছে মেট্রো পরিষেবার উপর নির্ভরতা বাড়ছে কলকাতা এবং তার আশেপাশের এলাকার মানুষের। তাই মেট্রো পরিষেবার পরিসরও বৃদ্ধি পাচ্ছে। এবার থেকে মেট্রোর টাইম টেবিলে কিছু পরিবর্তন আনা হল। এবার থেকে মধ্যরাতেও মিলবে মেট্রো পরিষেবা। কোন কোন স্টেশনে মিলছে এই সুযোগ? শেষ ট্রেন ছাড়বে কখন? জেনে নিন।
এতদিন দমদম এবং কবি সুভাষ থেকে দিনের শেষ মেট্রো ৯ টা ৪০ মিনিটে ছাড়া হত। দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন ছাড়তো সাড়ে নটার সময়। তবে শুক্রবার রাত থেকে মেট্রোর সময়সীমাতে পরিবর্তন এলো। এবার থেকে রাত ১১ টাতে শেষ মেট্রো ছাড়বে। তবে আপাতত কেবল দমদম এবং কবি সুভাষ থেকেই এই বিশেষ পরিষেবা চালু হয়েছে।
আপাতত পরীক্ষামূলকভাবে দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে শেষ মেট্রো রাত ১১ টা তে ছাড়বে। আসলে পরীক্ষামূলকভাবে এই ট্রেন চলাচল করবে সোম থেকে শুক্রবার পর্যন্ত। এই দুটি মেট্রো সবকটি স্টেশনে দাঁড়াবে। নোয়াপাড়া, বরাহনগর এবং দক্ষিণেশ্বর স্টেশনকে অবশ্য এখনই এই পরিষেবার আওতায় আনা হয়নি।
আরও পড়ুন : আপ এবং ডাউন ট্রেন মানে কী? কীভাবে ট্রেনের ‘আপ’ এবং ‘ডাউন’ ঠিক করা হয়?
মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে রাত ১১ টার সময় শেষ মেট্রো কবি সুভাষ স্টেশন থেকে দমদমের উদ্দেশ্যে রওনা দেবে। আরেকটি মেট্রো একই সময়ে দমদম থেকে কবি সুভাষের দিকে রওনা দেবে। যদি যাত্রীদের চাহিদা থাকে তাহলে কলকাতা মেট্রো স্টেশনে এবার থেকে মধ্যরাত পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে।
আরও পড়ুন : শিয়ালদহ-হাওড়া স্টেশনে চালু হল নতুন ব্যবস্থা, দারুণ সুবিধা পাবেন যাত্রীরা
রাত ১১ টার সময় যে দুটি মেট্রো ছাড়া হবে সেগুলি সব স্টেশনে দাঁড়াবে। প্রত্যেকটি স্টেশনে এর জন্য একটি করে টিকিট কাউন্টার খোলা থাকবে। যাত্রীরা সেখান থেকে টোকেন কিংবা স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন। কিছুদিন আগেই অফিস যাত্রীদের সুবিধার্থে রাতে মেট্রোর পরিষেবা চালু রাখার আর্জি জানিয়ে একটি মামলা হয় কলকাতা হাইকোর্টে। প্রযুক্তিগত সমস্যার কারণে তা চালু করা যাচ্ছে না বলে জানিয়েছিল মেট্রো। তবে আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা দেওয়া হবে।