পঞ্চায়েত সিরিজের ফুলেরা গ্রাম কি সত্যিই আছে? জেনে নিন কোথায়

Published on:

Is There Any Village Named Phulera

হালফিলে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজগুলোর মধ্যে ‘পঞ্চায়েত’ ভীষণ প্রশংসা পাচ্ছে দর্শকদের থেকে। টিভিএফের এই ওয়েব সিরিজের গল্প ফুলেরা নামক একটি গ্রামকে কেন্দ্র করে। উত্তরপ্রদেশের ফুলেরা নামের একটি গ্রামে কী কী ঘটনা ঘটছে তাই দেখানো হয়েছে সিরিজে। এই নামের কোনও গ্রাম সত্যিই কি আছে? জেনে নিন ফুলেরা গ্রামের আসল সত্যিটা।

ওয়েব সিরিজে যেটা দেখানো হয়েছে উত্তরপ্রদেশের ফুলেরা গ্রাম হিসেবে, আসলে কিন্তু তার শুটিং হয়েছে মধ্যপ্রদেশের সিহোর জেলার মহোদিয়া গ্রামে। এই গ্রামকেই ফুলেরা হিসেবে দেখানো হয়েছে। কিন্তু ফুলেরা নামের গ্রাম সত্যিই কিন্তু রয়েছে আমাদের দেশে। একটি নয়, দু-দুটি ফুলেরা গ্রাম রয়েছে ভারতবর্ষে। একটি রাজস্থানে এবং অপরটি উত্তর প্রদেশে।

 Phulera

রাজস্থানের ফুলেরা গ্রাম

রাজস্থানের জয়পুর জেলার একটি গ্রাম হল ফুলেরা। জয়পুর থেকে ফুলেরার দূরত্ব ৬৪ কিলোমিটার। দিল্লি মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডোর প্রকল্প এই গ্রামের উপর দিয়ে গিয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন রয়েছে। রাজস্থানের ফুলেরা গ্রাম পর্যটনের উপযুক্ত জায়গা নয়।

উত্তরপ্রদেশের ফুলেরা গ্রাম

এটি উত্তরপ্রদেশের বালিয়া জেলার ফকৌলি তহসিলের একটি গ্রাম। উত্তরপ্রদেশের বাগপত জেলার খেকাড়া তহসিলে অবস্থিত এটি। খেকাড়া থেকে ফুলেরার দূরত্ব ১৩ কিলোমিটার। এটি একটি মাঝারি মাপের গ্রাম। পর্যটনের জন্য ততটা বিখ্যাত নয়।

আরও পড়ুন : ট্রেন নয়, যেন ফাইভ স্টার হোটেল! ভাড়াও নাগালেই, শতাব্দী এক্সপ্রেসে জুড়লো নতুন কোচ

Phulera

আরও পড়ুন : বেড়ানোর খরচ হয়ে যাবে অর্ধেক! জেনে নিন ট্যুর প্ল্যান করার গোপন সিক্রেট

পঞ্চায়েত সিরিজের ফুলেরা গ্রাম

পঞ্চায়েত সিরিজে মধ্যপ্রদেশের সিহোর জেলার মহোদিয়া গ্রামকে ফুলেরা হিসেবে দেখানো হয়েছে। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে এই গ্রামের দূরত্ব ৪০ কিলোমিটার। এখানে যে গ্রাম প্রধানের বাড়ি দেখানো হয়েছে সেটা আসলে সত্যি সত্যিই মহোদিয়া গ্রামের গ্রাম প্রধানের বাড়ি। যেহেতু পঞ্চায়েতের শুটিং হয়েছে এখানে তাই অনেকেই এখন এই গ্রামখানি দেখার জন্য ভিড় জমাচ্ছেন।