IRCTC অ্যাপ থেকে টিকিট বুকিংয়ের সময় সাবধান! না হলেই বিপদ

Published on:

IRCTC Rules On Train Ticket Booking

বর্তমানে ডিজিটাল মাধ্যমে ট্রেন কিংবা বিমানের টিকিট বুক করা খুবই সহজ। ট্রেন টিকিট বুকিং করার জন্য অনেকেই ব্যবহার করেন IRCTC অ্যাপ্লিকেশন। যার ফলে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয় না। প্রত্যেক দিন কোটি কোটি মানুষ এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে টিকিট কাটছেন। তবে অ্যাপ ব্যবহার করে ট্রেন টিকিট কাটার রয়েছে কিছু বিশেষ নিয়ম। আপনি সেসব জানেন তো?

IRCTC অ্যাপ্লিকেশন ব্যবহার করে টিকিট কাটার সময় অবশ্যই চারটি নিয়ম আপনাকে মাথায় রাখতে হবে। এই চারটে নিয়ম কোনওমতেই ভাঙা যাবে না। নতুবা টিকিট বুকিং তো হবেই না, উল্টে কড়া শাস্তির মুখেও পড়তে হতে পারে আপনাকে‌। জেনে নিন নিয়মগুলো।

IRCTC

নিজের ইউজার আইডি ব্যবহার করুন

IRCTC অ্যাপ ব্যবহার করে যখন টিকিট কাটবেন তখন সবসময় নিজের ইউজার আইডি ব্যবহার করবেন। নিজের আইডি দিয়ে নিজের পাশাপাশি বন্ধু, পরিবার বা আত্মীয়র টিকিট বুক করা যাবে। কিন্তু একাধিক ব্যক্তির ইউজার আইডি ব্যবহার করা যাবে না। অপরিচিত কোনও ব্যক্তিকে আপনার নিজের আইডি থেকে টিকিট বুক করতে দেবেন না।

সর্বোচ্চ কতগুলো টিকিট বুক করতে পারবেন?

IRCTC -এর নিয়ম অনুসারে একজন ব্যক্তি মাসে ১২ টি টিকিট বুক করতে পারবেন। তবে তার যদি আধার অথেন্টিকেশন থাকে অ্যাপের সঙ্গে তাহলে তিনি মাসের ২৪ টি টিকিট বুক করতে পারবেন।

IRCTC

এই কাজ করলেই শাস্তি

যদি কোনও ব্যক্তি তার ইউজার আইডি ব্যবহার করে ব্যবসার কাজে লাগাতে চান তাহলে তিনি শাস্তির মুখে পড়বেন। অর্থাৎ তিনি যদি টিকিট কেটে ‌অন্য কোন অপরিচিত ব্যক্তিকে বিক্রি করতে চান তাহলে ১৯৮৯ এর ১৪৩ ধারা অনুসারে শাস্তির মুখে পড়বেন।

আরও পড়ুন : কোন কোন ট্রেন থেকে সবথেকে বেশি আয় হয় রেলের? নাম শুনলে চমকে যাবেন

IRCTC

আরও পড়ুন : আজ থেকে বদলে গেল শেষ মেট্রো ছাড়ার সময়! রইল নতুন সময়সূচী

কাদের জন্য ছাড়?

যারা IRCTC এর নিজস্ব এজেন্ট একমাত্র তারাই ট্রেনের টিকিট ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন। এর বাইরে কেউ তা করার চেষ্টা করলে রেলওয়ের তরফ থেকে শাস্তির মুখে পড়বেন।