বাসে, ট্রামে হোক কিংবা প্লেনে যাত্রার ক্ষেত্রে আজও বিভিন্ন সময় বিভিন্নভাবে হেনস্থার সম্মুখীন হতে হয় মহিলাদের। অনেক মহিলা তাই যাতায়াতের জন্য ট্রেনের লেডিস কামরায় স্বচ্ছন্দ বোধ করেন। তবে বাসে কিংবা প্লেনে তো আর সেই ব্যবস্থা নেই। কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্সের নতুন ব্যবস্থা অনুসারে এবার মহিলারা পেতে চলেছেন বিশেষ সুবিধা। কী সেই সুবিধা? জেনে নিন।
ইন্ডিগো এয়ারলাইন্স সম্প্রতি মহিলাদের সুরক্ষার জন্য একটি নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। এবার থেকে যেসব মহিলা এই সংস্থার বিমানের টিকিট বুক করবেন তিনি পাবেন বিশেষ এক সুবিধা। সিট বুকিং করার সময় মহিলারা অন্য আরেক মহিলার পাশের সিট বুক করতে পারবেন। মহিলাদের এবার থেকে এই পরিষেবা দেবে ইন্ডিগো এয়ারলাইন্স।
এই বেসরকারি বিমান সংস্থা সিট বুকিংয়ের জন্য মহিলাদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করল সম্প্রতি। মহিলারা চাইলে আগে থেকে সিট বুকিং করে রাখা কোনও মহিলার পাশের সিট বেছে নিতে পারবেন। মহিলা যাত্রীদের তাদের পছন্দমত সিট বুকিংয়ের সুবিধা দিচ্ছে এই সংস্থা। এই পদক্ষেপে বেশ খুশি হয়েছে মহিলারা।
এতদিন পর্যন্ত আর কোনও বিমান সংস্থা মহিলাদের কথা ভেবে এমন কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। বিমানের টিকিট বুকিং করার সময় নারী-পুরুষের ভেদাভেদ করা হয় না সাধারণত। তবে ইন্ডিগোর এই পদক্ষেপ জরুরি ছিল বলে মনে করছেন সোশ্যাল মিডিয়ার একাংশ। সংস্থার সিদ্ধান্তের তারিফ করছেন সকলে।
আরও পড়ুন : এবার থেকে বিমানবন্দরে মিলবে এই সুবিধা! বড় সুখবর যাত্রীদের জন্য
আরও পড়ুন : এই ৩ খাবার খেয়ে কখনও বিমানে উঠবেন না, মাঝ আকাশে শরীর খারাপ হতে পারে
নতুন এই সিস্টেমে মহিলা যাত্রীদের জন্য বিশেষ পিএনআর তালিকা প্রস্তুত করবে ইন্ডিগো বিমান সংস্থা। সেই তালিকা অনুসারে বুকিং করার সময় মহিলারা জানতে পারবেন কোন কোন সিট অন্য মহিলা বুক করেছেন। তার পাশে সিট ফাঁকা থাকলে তিনি নিজের সিট বেছে নিতে পারবেন। আপাতত এই সুবিধা কেবলমাত্র ইন্ডিগো এয়ারলাইন্সের যাত্রীরাই পাবেন।