ট্রেনের টিকিট ক্যানসেল করলে কত টাকা কাটে? কখন টাকা ফেরত দেওয়া হয় না?

Published on:

Indian Train Ticket Cancellation Rules To Get Refund

ভারতীয় রেল যাত্রীদের যেমন কম খরচে দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার সুবিধা দেয় তেমনি কিছু নির্দিষ্ট নিয়ম-কানুনও বেঁধে দেয়। যেমন ট্রেনে ওঠার আগে টিকিট কাটা। বাচ্চা থেকে বুড়ো, ট্রেনে ওঠার আগে সবারই টিকিট কাটা বাধ্যতামূলক। আবার ক্ষেত্রবিশেষে টাকা ফেরত পাওয়াও যায়। কোন কোন ক্ষেত্রে ট্রেনের টিকিটের টাকা ফেরত পাওয়া যায় জানেন?

ভারতীয় রেলের টিকিট কেটে যদি আপনি সফর না করেন এবং নিজের টিকিট ক্যানসেল করে টাকা ফেরত পেতে চান তাহলে সেই উপায় রয়েছে। এক্ষেত্রে ক্যান্সেলেশন চার্জ কেটে নিয়ে বাকি টাকাটা আপনাকে ফেরত দেওয়া হবে। কিন্তু টাকা ফেরত পেতে গেলেও কিছু নিয়ম আপনাকে মানতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে টিকিট বাতিল করতে হবে।

train ticket cancellation

ট্রেন ছাড়ার আগে টিকিট বাতিল করলে তবেই আপনি টাকা ফেরত পাবেন। ট্রেন ছাড়ার অন্তত ৪৮ ঘন্টা আগে নিশ্চিত টিকিট বাতিল করলে আপনি টাকা ফেরত পাবেন। এক্ষেত্রে এসি ফার্স্ট ক্লাস এবং এক্সিকিউটিভ ক্লাসের ক্ষেত্রে টিকিটের উপর ২৪০ টাকার ক্যান্সলেশন চার্জ কাটা হয়। এরপর বাকি টাকাটা আপনাকে ফেরত দেওয়া হবে।

যদি আপনি সেকেন্ড এসির টিকিট কেটে থাকেন সেক্ষেত্রে টিকিট বাতিল করার পর ২০০ টাকার ক্যানসেলেশন চার্জ কাটা হয়। থার্ড এসি চেয়ার বা থার্ড এসি ইকোনমি ক্লাসের টিকিট যদি কেউ ক্যানসেল করেন তাহলে ১৮০ টাকা কেটে নিয়ে তাকে বাকি টাকাটা ফেরত দেওয়া হয়।

আরও পড়ুন : IRCTC অ্যাপ দিয়ে টিকিট বুকিংয়ের সময় ভুলেও করবেন না এই ৫ কাজ

train ticket cancellation

আরও পড়ুন : টিকিট থাকলেও জরিমানা দিতে হয়! রেলের এই নিয়ম না মানলেই বিপদ

যদি কোনও ব্যক্তি স্লিপার ক্লাসের টিকিট বাতিল করতে চান সে ক্ষেত্রে ১২০ টাকার ক্যানসেলেশন চার্জ কেটে নেওয়ার পর তাকে বাকি টাকাটা ফেরত দেওয়া হয়। দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে টিকিট মূল্যের উপর ৬০ টাকার ক্যান্সলেশন চার্জ কাটা হয়। তবে এসব ক্ষেত্রে টাকা আপনি তখনই ফেরত পাবেন যখন ট্রেন ছাড়ার ৪৮ ঘন্টা আগে টিকিট বাতিল করবেন।