যাত্রীদের জন্য ভারতীয় রেলের একাধিক সুবিধা রয়েছে। কম খরচে কম সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য তৎপর রেল কর্তৃপক্ষ। তবে তার জন্য যাত্রীদের অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে। তার মধ্যে অন্যতম হল রেলের টিকিট কাটা। টিকিট ছাড়া ট্রেনে ওঠা আইনত দণ্ডনীয় অপরাধ। তবে অনেক সময় টিকিট থাকলেও জরিমানা করে রেল। কেন জানেন?
আপনি যদি মনে করেন আপনার কাছে ট্রেন টিকিট আছে মানেই আপনি নিশ্চিন্ত, আপনার জরিমানা হবে না, তাহলে ভুল ভাবছেন। টিকিট কাটার পরেও ভারতীয় রেলের যাত্রীদের কিছু নিয়ম মানতেই হয়। সেই নিয়ম গুলো কী কী? জেনে নিন তবে।
যদি বিনা টিকিটে যাত্রা করেন তাহলে তা যেমন অপরাধ তেমনই টিকিট কেটেও যদি উল্টোপাল্টা কামরায় ওঠেন তাহলে আপনাকে জরিমানা করা হবে। অনেক সময় দেখা যায় পুরুষ যাত্রীরা মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় উঠে পড়েন। এটা রেলের নিয়মের বিরুদ্ধে। এমনটা করলে শুধু জরিমানা নয়, জেল পর্যন্ত হতে পারে।
যদি কোন পুরুষ যাত্রী মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় উঠে পড়েন তাহলে রেলের আইনের ১৬২ ধারা অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আবার জেনারেল ক্লাসের টিকিট কেটে যদি সংরক্ষিত কামরা বা স্লিপার ক্লাস, এসি কোচে যাওয়ার চেষ্টা করেন তাহলে সেটাও অপরাধ বলে গণ্য হয়। এক্ষেত্রে আপনার কাছে টিকিট থাকলেও রেল আপনাকে মাঝপথে নামিয়ে দিতে পারে।
শুধু তাই নয়, আপনার কাছে ট্রেনের টিকিট থাকা মানেই আপনি দিনের যেকোনও সময় ট্রেনে সফর করতে পারবেন না। ২০১৬ সাল থেকে এই নিয়ম বদলে গিয়েছে। তার আগে পর্যন্ত জেনারেল ক্লাসের টিকিট কেটে দিনের যেকোনও সময় যে কোনও ব্যক্তি ট্রেন যাত্রা করতে পারতেন। এতে টিকিটের কালোবাজারি বাড়ছিল। তাই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : PNR কথাটির মানে কী? বেশিরভাগ মানুষই জানেন না
আরও পড়ুন : IRCTC অ্যাপ দিয়ে মাসে সর্বাধিক কতগুলো ট্রেন টিকিট কাটা যায়? জানুন রেলের নিয়ম
নতুন নিয়ম অনুসারে কোনও ব্যক্তি যদি ১৯৯ কিলোমিটারের মধ্যে যাত্রা করেন সে ক্ষেত্রে ট্রেনের টিকিট কাটার তিন ঘন্টার মধ্যে তাকে ট্রেনের সফর করতে হবে। ২০০ কিলোমিটারের উপরে যাত্রা হলে সে ক্ষেত্রে যাত্রার তিন দিন আগে টিকিট কাটা যাবে।