টিকিট ছাড়া ট্রেনে ওঠা ভারতীয় রেলের নিয়ম অনুসারে দণ্ডনীয় অপরাধ। কিন্তু জানেন কি আপনার কাছে টিকিট থাকলেও আপনাকে ধরতে পারে টিটিই? এই বছরের জুলাই মাস থেকেই চালু হয়েছে ভারতীয় রেলের নতুন এই নিয়ম। এবার থেকে শুধু টিকিট কাটলেই যে আপনি নিশ্চিন্ত তা নয়। জানুন কী কী নতুন পরিবর্তন এলো রেলের নিয়মে।
রেল সম্প্রতি ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে নিয়মের কিছু পরিবর্তন এনেছে। ওয়েটিং টিকিটে রিজার্ভেশন কোচে ভ্রমণ একেবারে নিষিদ্ধ করা হয়েছে। যদি আপনার টিকিট নিশ্চিত না হয়, ওয়েটিং লিস্টেই থেকে যায় তাহলে আপনি এসি বা স্লিপার কোচে উঠতে পারবেন না। অনলাইনে টিকিট কিনলেও সংরক্ষিত কোচে ভ্রমণ করা যাবে না।
এর আগে পর্যন্ত ভারতীয় রেলের নিয়ম ছিল যাত্রীরা স্টেশন থেকে ওয়েটিং টিকিট কিনলেও সংরক্ষিত কোচে ভ্রমণ করতে পারবেন। এসি কোচের জন্য ওয়েটিং টিকিট কিনলে তিনি এসিতে ভ্রমণ করতে পারতেন। স্লিপারের ওয়েটিং টিকিট কাটলেও স্লিপারে ভ্রমণ করতে পারতেন যাত্রীরা। কিন্তু এবার বদলে গেল সেই নিয়ম। এতে কনফার্ম টিকিটের যাত্রীরা সুবিধা পাবেন। অসুবিধায় পড়বেন ওয়েটিং টিকিটের লক্ষ লক্ষ যাত্রী।
আরও পড়ুন : ট্রেন টিকিট বাতিল করবেন কীভাবে? জানুন ভারতীয় রেলের নিয়ম কানুন
রেলের নতুন নিয়ম অনুসারে স্টেশন থেকে টিকিট কিনলে যদি নিশ্চিত না হয় তাহলে তা বাতিল করে দিন। সেক্ষেত্রে আপনাকে টাকা ফেরত দেওয়া হবে। ওয়েটিং লিস্টের কোনও যাত্রী যদি এবার থেকে সংরক্ষিত কোচে উঠে ভ্রমণ করতে যান তাহলে তাকে ৪৪০ টাকা জরিমানা দিতে হবে। এমনকি টিটি তাকে ট্রেন থেকে নামিয়েও দিতে পারবেন।
আরও পড়ুন : EMU নাকি MEMU? কোন লোকাল ট্রেনের সুবিধা বেশি? কোনটার কী পার্থক্য?
আরও পড়ুন : স্টেশন মাস্টার নেই, নেই টিকিট কাউন্টারও! এই বাংলাতেই রয়েছে এমন এক অদ্ভুত স্টেশন
আসলে এতদিন পর্যন্ত ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে সংরক্ষিত কামরাগুলোতে উঠে পড়ছিলেন বহু যাত্রী। জেনারেল বা স্লিপার ক্লাসের টিকিট কেটেও অনেক যাত্রী এসি কামরাতে উঠে পড়ছিলেন। এর ফলে কনফার্ম টিকিট থাকা যাত্রীদের সমস্যা হচ্ছিল। প্রায় ৫০০০ অভিযোগ জমা পড়ে রেলের কাছে। তাই এবার এই গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে রেল দপ্তর