বেশি টাকা দিয়ে স্লিপার এবং এসি কামরার টিকিট কেটেও শান্তি নেই। সেখানেও অবৈধ অনুপ্রবেশকারীদের জেরে কার্যত বৈধ যাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হয়। স্লিপার, এসির মত রিজারভেশন কামরাতেও ট্রেনের নজরদারির অভাবে বিনা টিকিটে যাতায়াত করেন কিছু মানুষ। এই নিয়ে যাত্রীদের মধ্যে অভিযোগ রয়েছে বিস্তর। এদের বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিতে চলেছে ভারতীয় রেল।
বিগত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়াতে এরকম রেলে অবৈধ অনুপ্রবেশকারীদের ছবি এবং ভিডিও অনেক শেয়ার হয়েছে। রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। ট্রেনের রিজার্ভেশন কামরায় প্রায়শই এরকম কিছু অবাঞ্ছিত মানুষ উঠে বসেন। খোদ রেলমন্ত্রক এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই মর্মে রেলের সব জোনের জেনারেল ম্যানেজারদের সঙ্গে মিটিং করেছেন।
গত ১৩ ই জুন রেলের সব জনের জেনারেল ম্যানেজারদের সঙ্গে ভিডিও কনফারেন্স মারফত মিটিং করেন রেলমন্ত্রী। তাতে ‘রেল মদত’ অ্যাপের যাত্রীরা যে অবৈধ অনুপ্রবেশ নিয়ে অভিযোগ করেছেন বারবার সেই নিয়ে কথা হয়। এই সমস্যার সমাধানে ভারতীয় রেলের সব জোনেই বিশেষ অভিযান চালানো হবে। বৈধ যাত্রীরাই যাতে ট্রেনে ওঠেন তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
যদি দেখা যায় রিজার্ভেশন কামরাতে কোনও অবৈধ যাত্রী উঠে বসে আছেন তাহলে তার কাছ থেকে ট্রেনের ভাড়া ছাড়াও জরিমানা আদায় করা হবে। পরবর্তী স্টেশনে তাকে নামিয়ে দেওয়া হবে। এমনকি তার জেল পর্যন্ত হতে পারে। আপাতত ভারতের সমস্ত জোনেই এই ক্যাম্পেনিং চালানো হবে। এছাড়া জেনারেল বা ওয়েটিং লিস্টের টিকেট নিয়েও রিজার্ভেশন কামরাতে ওঠা যাবে না। এটা জানিয়ে মাইকিং করা হবে।
আরও পড়ুন : ট্রেনে ঘুমিয়ে পড়লেও মিস হবে না স্টেশন! করুন শুধু ছোট্ট এই কাজ
আরও পড়ুন : ট্রেন নোংরা করলেই কঠিন শাস্তি! এবার দিতে হবে মোটা জরিমানা
রেলমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই তৎপর হয়েছেন ভারতের সব রেলওয়ে জোনের আধিকারিকেরা। টিকিটবিহীন যাত্রীদের ধরার জন্য ক্যাম্পেইনিং চালু করেছে পূর্ব রেল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র রেলের সব যাত্রীদের টিকিট কেটে বৈধভাবে ট্রেন সফরের অনুরোধ করেছেন।