ভিসা ছাড়াই এই ৬০ টি দেশে ঘুরতে পারবেন ভারতীয়রা

Published on:

Indian Passport Holders Can Visit These 57 Countries Without Visa

বিদেশে কোথাও ভ্রমণ করতে হলে পাসপোর্ট এবং ভিসা প্রয়োজন পড়ে। পাসপোর্ট ছাড়া আপনি বিদেশে প্রবেশ করতে পারবেন না আর ভিসা ছাড়া সেখানে থাকতে পারবেন না। তবে জানেন কি এই পৃথিবীতে এমন অসংখ্য দেশ রয়েছে যেখানে আপনি ভারতীয় পাসপোর্ট দেখিয়ে ভিসা ছাড়াই ঘুরতে পারবেন? দেখুন এই তালিকাতে কোন কোন দেশ রয়েছে।

কোন কোন দেশে প্রবেশের জন্য ভারতীয়দের ভিসা লাগে না?

থাইল্যান্ড : ভারতীয় পাসপোর্টের জোরে আপনি এই দেশে প্রবেশ করতে পারবেন। এর জন্য আলাদা করে ভিসা লাগবে না। থাইল্যান্ডে প্রবেশ করার পর অন অ্যারাইভাল ভিসা পেতে হলে ১৮৩৪ টাকা খরচ করতে হবে। এতে ৩০ দিনের জন্য ভিসা পেয়ে যাবেন।

ইন্দোনেশিয়া : আপনি এই দেশেও অন-অ্যারাইভাল ভিসা নিয়ে ৩০ দিনের জন্য থাকতে পারবেন। ভারতীয় পর্যটকদের অন অ্যারাইভাল ভিসা পাওয়ার জন্য ২৩১৬ টাকা খরচ করতে হবে।

মালদ্বীপ : মালদ্বীপেও আপনি ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন। এরপর ওই দেশটিতে আপনাকে অন অ্যারাইভাল ভিসা সংগ্রহ করতে হবে ৩,৭৪৪ টাকা দিয়ে। ভারতীয় পর্যটকদের মালদ্বীপ ১৪ দিনের জন্য ভিসা দেয়।

শ্রীলংকা : শ্রীলঙ্কাতে অন অ্যারাইভাল ভিসা নিতে হলে ভারতীয়দের ১,৬৫৫ টাকা খরচ করতে হয়। ৩০ দিনের জন্য এই ভিসা নিয়ে শ্রীলঙ্কাতে থাকা যাবে। ভিসা নিতে হলে প্রমাণপত্র হিসেবে ভারতীয় পাসপোর্ট এবং নিজের ছবি ও ফিরে যাওয়ার জন্য প্লেনের টিকিট দেখাতে হবে নথি হিসেবে।

নেপাল ও ভুটান : ভারতের এই দুই প্রতিবেশী রাষ্ট্রেও প্রবেশের জন্য ভিসা লাগে না। এখানে ভারতীয় পর্যটকরা ভিসা ছাড়াই কয়েক মাস পর্যন্ত থাকতে পারবেন।

আরও পড়ুন : কম খরচে বিদেশ ঘুরতে চান? ঘুরে আসুন এই ৫ টি দেশ থেকে

হেনলে অ্যান্ড পার্টনারস হেনলে পাসপোর্ট ইনডেক্স কিউ থ্রি এর প্রকাশিত রিপোর্ট অনুসারে বর্তমানে ভারত গোটা পৃথিবীতে অন্ততপক্ষে ৬০ টি দেশে বিনা ভিসাতে যেতে পারবে। এই দেশের তালিকার মধ্যে রয়েছে –

বার্বাডোজ়, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি, ক্যাম্বোডিয়া, কেপ ভার্ডে দ্বীপপুঞ্জ, কোমোরো দ্বীপপুঞ্জ, ডিবোউটি, ডোমিনিকা, এল সালভাডর, ফিজি, গ্যাবন, গ্রেনেডা, গিনি, হাইতি, ইন্দোনেশিয়া, ইরান, জামাইকা, জর্ডান, কাজাখস্তান, লাওস, মাকাও, মাদাগাস্কার, মালদ্বীপ, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিটানিয়া, মরিশাস, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, মায়ানমার, নেপাল, ওমান, নিউ, পালাও দ্বীপপুঞ্জ, কাতার, রাওয়ানডা, সামোয়া, সেনেগাল, সেচেলস, সিরিয়া লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, টিমর-লেস্টে, টোগো, ত্রিনিদাদ ও টোবাগো, তিউনেশিয়া, টুভালু, ভানুয়াটু ও জিম্বাবোয়ে।

আরও পড়ুন : ২ ঘন্টায় বিদেশ ভ্রমণ, কম খরচেই ঘুরতে পারবেন এই ৮ টি দেশ

কোন কোন দেশে প্রবেশের জন্য ভারতীয়দের ভিসা প্রয়োজন হয়?

বর্তমানে ১৭৭ টি দেশে প্রবেশ করার জন্য ভারতীয়দের সঙ্গে ভিসা থাকা বাধ্যতামূলক হয়েছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে চীন, জাপান, রাশিয়া, ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়নের দেশ ইত্যাদি।