এই বছরের মার্চ মাস থেকেই গঙ্গার নিচে মেট্রো পরিষেবা শুরু হয়ে গিয়েছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে চলাচল করছে এই মেট্রো। শুরু থেকেই এই আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে আগ্রহ উন্মাদনা কিছু কম ছিল না। যত দিন যাচ্ছে যাত্রীদের আগ্রহ বাড়ছে। যাত্রীদের সুবিধার্থে হাওড়া মেট্রো স্টেশনে রয়েছে একাধিক সুবিধা। যেগুলোর বিষয়ে অবশ্য জানেন না অনেকেই।
কলকাতা মেট্রোতে দিন প্রতিদিন যাত্রীদের সংখ্যা বাড়ছে। মেট্রো পরিষেবা শুরুর দিনে ৭০ হাজার যাত্রী ছিলেন। এখন সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ১৪ হাজার ৪৫৯ জন। গঙ্গার নিচে হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে মেট্রো চলাচল করছে তাতে রোজ কয়েক লক্ষ মানুষ যাতায়াত করেন। তাদের জন্য রয়েছে বিশেষ কিছু সুবিধা।
কী কী সুবিধা রয়েছে মেট্রোর যাত্রীদের জন্য?
- হাওড়া স্টেশনে ট্রেন থেকে নেমেই এখন মেট্রোতে ওঠা যায়। হাওড়া স্টেশনের ডিআরএম অফিসের পেছনে মেট্রো রেলস্টেশন তৈরি হয়েছে। কীভাবে, কোন দিকের রাস্তায় যাবেন তা সহজে বোঝানোর জন্য ব্লুবোর্ড বসিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
- যারা ট্রেনের বদলে সড়কপথে বা জলপথে আসছেন তারা হাওড়া ট্যাক্সি স্ট্যান্ডের পাশ দিয়ে হাওড়া ব্রিজ ও ফেরিঘাট পেরিয়ে মেট্রো স্টেশনে পৌঁছাতে পারবেন।
- যদি কেউ মেট্রো স্টেশনে বিশ্রাম করতে চান তাহলে সেই ব্যবস্থাও আছে। হাওড়া মেট্রো স্টেশনে সেন্ট্রাল এসি বসানো আছে।
- সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য এক্সেলেটর, লিফ্ট, সাধারণ সিঁড়ি রয়েছে।