মাত্র ৯০ টাকায় ঘুরে আসুন দীঘা! এমন সুযোগ ছাড়লে সারা জীবন পস্তাবেন

Published on:

How To Visit In Goa At Only Just 90 Rupees

ঘুরতে যাওয়ার প্ল্যান বানালেই বাঙালির প্রথমে দীঘা, পুরী কিংবা দার্জিলিংয়ের কথাই মনে পড়ে। বাজেটের মধ্যে যদি সমুদ্র ঘুরতে চান তাহলে চলে যান দীঘা। সারা বছরই এই সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় লেগে থাকে। ছুটিতে বা সপ্তাহান্তে দীঘাতে যেতে চান অনেকেই। মাত্র ১০০ টাকায় দীঘা যাতায়াত করতে চান? কীভাবে সম্ভব? জেনে নিন এই প্রতিবেদন থেকে।

এবার থেকে দীঘা যাতায়াতের জন্য আর খুব চিন্তা করতে হবে না। মাত্র ৯০ টাকায় আপনি দীঘা যেতে এবং আসতে পারবেন। অর্থাৎ ১০০ টাকাও খরচ হবে না যাতায়াতের ক্ষেত্রে। এর জন্য আপনাকে ট্রেনে করে দীঘায় যেতে হবে। কারণ লোকাল ট্রেনে হাওড়া থেকে দীঘাতে যেতে লাগবে মাত্র ৪৫ টাকা।

digha

কোথাও বেড়াতে যাওয়ার ক্ষেত্রে বাজেটের চিন্তা আগেই মাথার মধ্যে ঘোরাফেরা করে। যাতায়াতের ভাড়া, থাকা-খাওয়ার খরচ ইত্যাদি মিলিয়ে কয়েক হাজার টাকার ধাক্কা। তবে দীঘাতে গেলে কিন্তু যাতায়াতের ভাড়াটা নামমাত্র হয়ে যাবে। হাওড়া স্টেশন থেকে যদি দীঘাতে যাতায়াত করেন সেক্ষেত্রে যাওয়া এবং আসা মিলিয়ে মাথাপিছু কেবল ৯০ টাকা লাগবে।

অবশ্য হাওড়া থেকে দীঘা পর্যন্ত সরাসরি লোকাল ট্রেন নেই। প্রথমে হাওড়া লোকাল ট্রেনে চেপে মেচেদা বা পাঁশকুড়া পর্যন্ত যেতে হবে। তারপর সেখান থেকে আবার দীঘা গামী লোকাল ট্রেনে চড়লেই হল। এইভাবে রেলপথে লোকাল ট্রেনে দীঘায় যাতায়াত করলে যাতায়াতের খরচটা অনেকটাই কমবে।

আরও পড়ুন : হাতের নাগালেই সমুদ্র, পাহাড়, জঙ্গল! এই গরমে বেড়ানোর জন্য সেরা জায়গা

digha

আরও পড়ুন : পুরীতে গিয়ে ভুলেও করবেন না এই ১০ কাজ, নাহলে চরম বিপদে পড়বেন

প্রত্যেকদিন সকাল ৮.০২ মিনিটে মেচেদা স্টেশন থেকে দীঘার উদ্দেশ্যে লোকাল ট্রেন ছাড়ে। মেচেদা থেকে দীঘা যেতে ভাড়া লাগবে ৩০ টাকা। আবার হাওড়া থেকে মেচেদা যেতে লোকাল ট্রেনের ভাড়া লাগবে ১৫ টাকা। অর্থাৎ সবমিলিয়ে মাত্র ৪৫ টাকা খরচ খাবে আপনার। হাওড়া থেকে এইভাবে লোকাল ট্রেনে দীঘাতে পৌঁছাতে ৫ ঘন্টার একটু বেশি সময় লাগতে পারে। ফেরার সময় একই পথে ফিরবেন। তাহলে আর চিন্তা কিসের? কম বাজেটে দীঘা ভ্রমণের এত ভালো সুযোগের কথা আপনি জানতেন কি?