ট্রেন যাত্রীদের জন্য এল বড় সুখবর। এবার থেকে AC কোচে ভ্রমণ করার সাধ পূরণ হতে পারে আপনার। তাও আবার প্রায় বিনামূল্য। শুধু স্লিপার ক্লাসের টিকিট কাটলেই আপনি AC কোচে ভ্রমণ করতে পারবেন। আইআরসিটিসি সম্প্রতি এই সুব্যবস্থা দিতে শুরু করেছে যাত্রীদের। কীভাবে আপনি এই সুবিধা পাবেন? জানুন বিস্তারিত।
ভারতীয় রেলের অটো আপগ্রেশন স্কিম কী?
স্লিপার ক্লাসের টিকেট থাকলেই AC কোচে ভ্রমণ করতে পারবেন। কথাটা শুনতে অবাস্তব মনে হলেও এটাই আদতে আইআরসিটির নতুন প্ল্যান। যার নাম দেওয়া হয়েছে অটো আপগ্রেশন স্কিম। যা যাত্রীদের জন্য অত্যন্ত সুবিধাজনক এখন। আবার রেলের পক্ষেও বেশ লাভজনক।
অটো আপগ্রেশন স্কিমের সুবিধা কীভাবে পাবেন?
অনেক সময় এসি ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের সিট খালি থেকে যায়। এমতাবস্থায় সিট খালি রাখা মানেই রেলের লোকসান। তাই ভেবেচিন্তে রেল এমন এক সিদ্ধান্ত নিয়েছে যাতে সাধারণ যাত্রীরাও AC কোচের সুবিধা পাবেন আবার সিট খালি থেকে রেলেরও লোকসান হবে না।
স্লিপার ক্লাসের টিকিট কেটে কীভাবে AC কোচে যাত্রা করবেন?
আপার ক্লাসের কোনও সিট যদি ফাঁকা থেকে যায় তাহলে সে ক্ষেত্রে নিচু শ্রেণীর টিকিটকে আপগ্রেড করার সুবিধা দেওয়া হচ্ছে। যখন আপনি টিকিট বুক করবেন তখন আপনাকে অপশন দেওয়া হবে আপনি টিকিট অটো আপগ্রেড করতে চান কিনা। আপনি যদি ‘হ্যাঁ’ অপশনে ক্লিক করেন তাহলেই আপনি পেতে পারেন টিকিট অটো আপগ্রেডেশনের সুবিধা। মনে রাখবেন, অটো আপগ্রেডেশন সিলেক্ট না করলে কিন্তু আপনি এই সুবিধা পাবেন না।
তবে যদি আপনি ‘হ্যাঁ’ অথবা ‘না’ অপশনে ক্লিক না করেন সে ক্ষেত্রে আপনার উত্তর ‘হ্যাঁ’ ধরে নেওয়া হয়। এরপর যদি যায় এসি কামরাগুলোতে সিট খালি রয়েছে তাহলে সিট আপগ্রেড হতে শুরু করে। ধরুন ফাস্ট ক্লাস এসিতে ৬ টি সিট খালি রয়েছে। সেকেন্ড ক্লাস এসিতে ৩ টি সিট খালি রয়েছে।
আরও পড়ুন : গঙ্গার নিচে মেট্রো আটকে গেলে কী হবে? কীভাবে বেরোবেন যাত্রীরা?
এবার যদি সেকেন্ড ক্লাস এসির কিছু টিকিট ফার্স্ট এসিতে স্থানান্তর হয় সেক্ষেত্রে থার্ড এসির প্যাসেঞ্জারের টিকিট আপগ্রেড হয়ে সেকেন্ড এসিতে স্থানান্তর হয়ে যাবে। একইভাবে থার্ড এসিতে সিট খালি থাকলে ওয়েটিং লিস্টের প্যাসেঞ্জাররা জায়গা পেয়ে যাবেন।
আরও পড়ুন : ১৬ ঘন্টা নয়, এবার মাত্র ২ ঘন্টায় পৌঁছে যাবেন সিকিম, খুলে গেল নতুন রাস্তা
একইভাবে স্লিপার ক্লাসে যে যাত্রীরা রয়েছেন তারা স্লিপার ক্লাসের টিকিট নিয়েই থার্ড এসিতে ওঠার সুযোগ পাবেন। তবে স্লিপার ক্লাসের যাত্রীরা কিন্তু ফার্স্ট কিংবা সেকেন্ড ক্লাস এসিতে ওঠার সুযোগ পাবেন না। সিট আপগ্রেডেশনের ফলে থার্ড এসিতে ওঠার জন্য স্লিপার ক্লাসের যাত্রীদের অতিরিক্ত কোনও চার্জ দিতেও হবে না।