ল্যাপটপ থেকে জামা-জুতো, কীভাবে একটাই ব্যাগে সব জিনিস গোছাবেন?

Published on:

How To Pack Bag Properly For Travel

কোথাও বেড়াতে গেলে দরকারি সব জিনিস হাতের কাছেই রাখতে হয়।। জায়গা বিশেষে বিশেষ বিশেষ কিছু জিনিস সঙ্গে রাখতেই হয়। সব জিনিস সুন্দর করে গোছানো মুখের কথা নয়। ঘুরতে গিয়ে যদি খুব বেশি ব্যাগ বয়ে নিয়ে বেড়াতে হয় তাহলেও মুশকিল। তাই আজকের এই প্রতিবেদনে এমন কিছু ছোট ছোট টিপস রইল যাতে একটাই ব্যাগে দরকারি সব জিনিস ভরে ফেলা যায়। জেনে নিন সেগুলো কী কী।

ঘুরতে যাওয়ার জন্য ব্যাগ গোছাবেন কীভাবে?

সবার আগে জিনিসপত্র রাখার জন্য উপযুক্ত ব্যাগ বেছে নিতে হবে। ইদানিং সকলে রুকস্যাক কিংবা ট্রলি ব্যবহার করতেই অভ্যস্ত। পাহাড়ি এলাকা হলে রুকস্যাক নিলে সুবিধা হবে। তবে ট্রলিতেও স্বচ্ছন্দ অনেকে। তাই নিজের পছন্দ মত ব্যাগ বেছে নিন।

TRAVEL TIPS

সবার আগে জামা-কাপড় ভালোভাবে গুছিয়ে নিতে হবে। জিনস কিংবা অন্য কোনও প্যান্টের সঙ্গে ম্যাচিং একাধিক টিশার্ট, শার্ট এবং টপ বেছে নিলে জায়গা কম লাগবে। জিন্সের মধ্যে ২-৩ টি টি-শার্ট, মোজা রেখে রোল করে ভাঁজ করে ফেললে জায়গা অনেক কম লাগবে। যদি জ্যাকেট নেন তাহলে ভালোভাবে গুছিয়ে রাখলে জায়গা কম লাগবে।

অন্তর্বাস, মেকআপ, শৌচালয়ে ব্যবহৃত জিনিস, প্রয়োজনীয় গেজেটস, ব্যাংকের কার্ড এবং নথিপত্র, ওষুধ ইত্যাদি আলাদা আলাদা ব্যাগে কিংবা ছোট ছোট পাউচে ভরে ফেললে দরকারের সময় খুঁজে পেতে সুবিধা হবে।

TRAVEL TIPS

নিজের সমস্ত প্রসাধনী, সাবান, শ্যাম্পুর কন্টেনার না নিয়ে ছোট ছোট কৌটোয় ভরে নিন। এখন অনেক ছোট ছোট কৌটো এবং সিলিকনের টিউব পাওয়া যায় বাজারে। সেগুলো কিনে নিলেই হবে।

ল্যাপটপ যদি নিতে হয় তাহলে তা অবশ্যই উন্নত মানের প্যাডেড ল্যাপটপ কভারে ভরে তারপর ব্যাগে বা ট্রলিতে ভরুন। এতে বাইরের আঘাত থেকে ল্যাপটপ রক্ষা পাবে।

আরও পড়ুন : ঘুরতে গিয়ে ত্বকের যত্ন নিন এভাবে, ভুলেও করা যাবে না এইসব কাজ

TRAVEL TIPS

ক্যামেরা নিতে হলে লেন্সগুলোকে উলের টুপির মধ্যে ধরে রাখুন। ক্যামেরা এবং লেন্সের জন্য ওয়াটারপ্রুফ ছোট ব্যাগ সঙ্গে রাখবেন যাতে বৃষ্টি হলে সেটা ব্যবহার করতে পারেন।

আলাদা ব্যাগে জুতো ভরে ফেলুন। জুতোর মধ্যে মোজা রাখলে জায়গা কম লাগবে।

আরও পড়ুন : বাচ্চাকে নিয়ে বেড়াতে গেলে কী কী সঙ্গে রাখবেন?

TRAVEL TIPS

এছাড়াও কয়েকটা হুক কিনে নিতে পারেন। তাহলে এই হুকের সাহায্যে জলের বোতল ব্যাগের সঙ্গে ঝুলিয়ে ফেলা যাবে।