বাংলার রাজধানী কলকাতা শহরের আনাচে-কানাচে অসংখ্য পর্যটন স্থল রয়েছে। যেখানে হরদম সাধারণ মানুষের ভিড় লেগেই থাকে। বিশেষ করে বাচ্চা থেকে বুড়ো সকলেরই আকর্ষণ থাকে কলকাতার আলিপুর চিড়িয়াখানার উপর। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রোজ এখানে আসেন। তাই এবার পর্যটকদের সুবিধার্থে কলকাতা চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি বিশেষ অ্যাপ্লিকেশন চালু করেছে।
অনলাইনে কীভাবে আলিপুর চিড়িয়াখানার টিকিট বুক করবেন?
চিড়িয়াখানাতে প্রবেশ করার আগে টিকিট কাটতে হয়। এতদিন অফলাইনে টিকিট কাটার সুবিধা থাকার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হত। কিন্তু অনলাইনের জামানায় এখন ঘরে বসেই টিকিট কাটা সম্ভব। কলকাতা চিড়িয়াখানা টিকিটও আপনি অনলাইনে ঘরে বসেই পেতে পারেন। এর জন্য যাত্রীসাথী অ্যাপ খুলতে পারেন, কিংবা নির্দিষ্ট ওয়েবসাইটেও টিকিট কাটতে পারেন।
আলিপুর চিড়িয়াখানার সামনে রোজ টিকিটের এত বড় লাইন পড়ে যে রাস্তাতে অনেক সময় ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়। এতে যেমন পর্যটকদের সময় নষ্ট হয় তেমনই মানুষের চলাচলেও অসুবিধা হয়। এই সমস্যা দূর করতে যাত্রীসাথী অ্যাপ খোলা হয়েছে। এই অ্যাপ্লিকেশন আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন।
অ্যাপ্লিকেশনটি মোবাইলে ইন্সটল করে নেওয়ার পর ‘My Ticket’ অপশন ক্লিক করুন। এরপর ‘Book Ticket’ অপশনে ক্লিক করুন। এবার কবে, কোন তারিখে এবং কটার সময় চিড়িয়াখানায় প্রবেশ করতে চান সেসব তথ্য দিন। এই অ্যাপেই কিউ আর কোড স্ক্যান করে পেমেন্ট করে ফেলতে পারবেন। কিউ আর কোড হিসেবেই টিকিট আসবে আপনার কাছে।
আরও পড়ুন : গঙ্গার তলায় মেট্রো চালিয়ে কত লাভ হল রেলের? হিসেব ঘুরিয়ে দেবে মাথা
এবার যখন চিড়িয়াখানাতে প্রবেশ করবেন তখন গেটের কাছে কিউআর কোড স্ক্যান করলেই ঢুকতে পারবেন। এছাড়া আলিপুর চিড়িয়াখানার অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করেও টিকিট কাটা যাবে।
প্রধানত কলকাতার রাস্তায় ট্যাক্সি পরিষেবার জন্য যাত্রীসাথী অ্যাপ চালু করা হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল ইয়োলো ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই যাত্রী সাথী অ্যাপ চালু হয়। এই অ্যাপ্লিকেশন মারফত আপনি ট্যাক্সি বুক করতে পারবেন। আবার হাওড়া থেকে বাবুঘাট ও চাঁদপাল ঘাটের লঞ্চের টিকিট বুক করতে পারবেন।