দেশ-বিদেশে ঘুরতে যেতে কার না সাধ হয়? কিন্তু বেড়ানোর খরচের কথা ভেবে অনেকে পিছিয়ে আসেন। অতিরিক্ত টাকা খরচ হয়ে যাবে ভেবে বিমানে করে কোথাও যাওয়ার প্ল্যানিং ক্যান্সেল করেন। কিন্তু এখন আর সেই সমস্যা নেই। এই ডিজিটাল মাধ্যমের দুনিয়াতে আপনি চাইলেই কম খরচে বিমানের টিকিট বুক করে ফেলতে পারেন। কীভাবে? জেনে নিন।
কম খরচে কীভাবে বিমানের টিকিট বুক করবেন?
- ১. সস্তায় বিমানের টিকিট কাটার অনেকগুলো উপায় আছে। তার মধ্যে একটি হলো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিমান সংস্থার সোশ্যাল মিডিয়া পেইজ ফলো রাখতে হবে। অনেক সময় বিমান সংস্থাগুলো বিভিন্ন অফারের কথা ঘোষণা করে। এতে প্রায় অর্ধেক দামেও টিকিট কাটতে পারবেন।
- ২. কম দামে টিকিট কাটতে চাইলে আগে থেকে টিকিট কেটে রাখুন। যাত্রার দিন যত কাছে এগিয়ে আসবে টিকিটের দাম তত বাড়বে। তাই বেড়ানোর পরিকল্পনা থাকলে দ্রুত টিকিট কেটে ফেলার চেষ্টা করুন।
- ৩. আপনার ব্রাউজার সঠিকভাবে সেটিং করুন। অনেক সময় ব্রাউজারে কোনও নির্দিষ্ট রুটের বিমানের টিকিটের দাম যদি বারবার সার্চ করা হয় তাহলে বিমানে টিকিটের দাম অনেকটা বেশি দেখানো হতে পারে। কারণ বুকিংয়ের সাইটগুলোও আপনার ব্রাউজিং হিস্ট্রির উপর নজর রাখে। এক্ষেত্রে ইনকগনিটো মোডে গিয়ে টিকিট বুক করলে সুবিধা পাবেন।
আরও পড়ুন : পাহাড়ে ট্রেকিংয়ে যাচ্ছেন? এই বিষয়গুলো না জানলেই বিপদে পড়বেন
- ৪. সরাসরি গন্তব্যে পৌঁছানোর বদলে কানেক্টিং রুট ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে টিকিটের দাম অনেক কম পড়বে।
- ৫. যদি আপনি ছাত্র হন সে ক্ষেত্রে বিমান সংস্থার টিকিটে বিশেষ ছাড় পাওয়া যায়। টিকিট কাটার সময় ভালোভাবে নিয়ম জেনে তবেই কাটুন।
আরও পড়ুন : দার্জিলিংয়ে খুলে গেল নতুন ট্রেকিং রুট! অ্যাডভেঞ্চারের খোঁজে ছুটছেন ট্রেকিংপ্রেমীরা
- ৬. কোনও একটি নির্দিষ্ট ওয়েবসাইটের উপর ভরসা রেখে টিকিট কাটতে যাবেন না। অন্তত তিন থেকে চারটে ওয়েবসাইট খুঁজে, দাম জেনে যেখানে কম পড়বে সেখানকার টিকিট কাটুন।