ট্রেনে ছাড়ার আগের মুহূর্তেও মেলে কনফার্ম রিজার্ভড টিকিট, ৯৯% মানুষ জানেন না

Published on:

How To Book Confirmed Reserved Ticket Within 10 Mints Before Train Travel

দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে যাত্রার দিনের অন্তত দুই থেকে তিন মাস আগে ট্রেনের টিকিট বুকিং করে রাখতে হয়। নয়তো বুকিং কনফার্ম হয় না। কিন্তু অনেক সময় হঠাৎ করেই যদি যাত্রার দিন নির্ধারণ হয় তাহলে কীভাবে সেই দিনই টিকিট পাবেন? তৎকাল টিকিটও একদিন আগে কাটতে হয়। কিন্তু জানেন কি ভারতীয় রেলে কিছু ক্ষেত্রে ট্রেন ছাড়ার আগের মুহূর্তেও কনফার্ম রিজার্ভড টিকিট পাওয়া যায়? জেনে নিন।

অনেকেই হয়তো জানেন না ট্রেন ছাড়ার ১০ মিনিট আগেও কনফার্ম রিজার্ভড টিকিট পাওয়া যায়। তার জন্য আপনাকে আইআরসিটিসি এর অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে হবে। ট্রেন ছাড়ার ১০ মিনিট আগেও আপনি টিকিট পেতে পারেন। তবে সেটা পাওয়ার জন্য আপনাকে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে কারেন্ট ভ্যাকেন্সি সিট সার্চ করতে হবে।

Train Ticket

যদি কোনও যাত্রী শেষ মুহূর্তে বিশেষ কারণে তার কাছে থাকা কনফার্ম টিকিট ক্যানসেল করে দেন ‌তবে সেক্ষেত্রে তার রিজার্ভেশন ক্যানসেল হয়ে যাবে। এখন অন্য কোনও ব্যক্তি যদি জরুরী ভিত্তিতে ওই রিজার্ভেশন পেতে চান তাহলে তিনি এখান থেকেই কনফার্মড টিকিট কেটে ফেলতে পারবেন।

আরও পড়ুন : এক ঝটকাই কমে গেল ট্রেন ভাড়া! GST নিয়ে বড় সিদ্ধান্ত রেলের

Train Ticket

আরও পড়ুন : ট্রেন মিস হলে টিকিটের টাকা ফেরত পাবেন কীভাবে? জেনে নিন উপায়

তবে জেনে রাখুন এরকম রিজার্ভেশন ক্যান্সেল হওয়া টিকিট কিন্তু ট্রেন ছাড়ার মাত্র ১০ মিনিট আগেই আইআরসিটিসির ওয়েবসাইটে দেখানো হয়। ১৫ মিনিট আগেও কিন্তু ওয়েবসাইটে এরকম টিকিট খুঁজে পাবেন না। ১০ মিনিটের মধ্যে খুঁজলে অবশ্যই পেয়ে যাবেন। কারণ অনেক যাত্রীই শেষ মুহূর্তে তার টিকিট ক্যানসেল করে দেন। সেই ক্যানসেল হওয়া রিজার্ভেশন আপনি বুক করে নিতে পারেন যাত্রার জন্য।