বর্তমান সময়ে বেশিরভাগ কাজ এখন অনলাইনেই সম্ভব। ট্রেন কিংবা বিমানের টিকিট কাটার জন্য এখন আর লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। ঘরে বসে নির্দিষ্ট ওয়েবসাইট কিংবা অ্যাপ্লিকেশন মারফত আপনি প্রয়োজনমত টিকিট বুক করে ফেলতে পারবেন। কিন্তু অনলাইনে টিকিট বুক করতে গিয়ে কিছু ভুল করে বসে কার্যত জালিয়াতির খপ্পরে পড়ে যান অনেকে। আপনি কীভাবে সাবধানে থাকবেন? জানার জন্য দেখে নিন আজকের এই প্রতিবেদন।
লোভনীয় অফার দেখলে সাবধান
অনলাইনে কখনও কোনও লোভনীয় অফার দেখে না জেনে শুনে ক্লিক করে বসবেন না। এমনটা করতে গিয়ে অনেকেই সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। সস্তায় বহুমূল্য টিকিট পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে অনেক সাইবার অপরাধী বিজ্ঞাপন দিয়ে রাখে। কম সময়ের মধ্যে টিকিট বুকিং করতে হবে এরকম লোভ দেখানো হয়। তাদের ফাঁদে পা দিলেই সাইবার আক্রমণের শিকার হতে হবে।
ইমেইলের মাধ্যমে টিকিট বুকিং করতে গেলে সাবধান
অনেক সময় ইমেইলের মাধ্যমে ভুয়ো ফ্লাইটের টিকিটের বুকিং অফার পাঠানো হয়। এরকম ইমেইলে কিছু লিংক পাঠানো হয়ে থাকে। তাকে ক্লিক করলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
জাল ওয়েবসাইট থেকে সাবধান
অনেক সময় নামিদামি কোম্পানির নাম করে জাল ওয়েবসাইট বানানো হয়ে থাকে। এতে মানুষ বিশ্বাস করে ঠকে যান। যে কোনও ধরনের ওয়েবসাইটে ভিজিট করার আগে ভালো করে খতিয়ে দেখুন।
আরও পড়ুন : কম দামে কীভাবে কাটবেন বিমানের টিকিট? জেনে নিন ট্রিকস
আরও পড়ুন : চলন্ত ট্রেনে কীভাবে নিজের সিট বদলাবেন? জেনে নিন স্টেপ বাই স্টেপ পদ্ধতি
অনলাইন পেমেন্টের সময় সাবধান
অনলাইনে পেমেন্ট করার সময় ভীষণভাবে সতর্ক থাকতে হবে। যে সাইটের টিকিট কেটে পেমেন্ট করছেন তার URL সঠিক আছে কিনা। অর্থাৎ ওয়েবসাইটের আগে https রয়েছে কিনা দেখে নিন। যদি না থাকে তাহলে পেমেন্ট করবেন না।