কীভাবে পাসপোর্ট বানাবেন? কী কী ডকুমেন্টস লাগবে? জেনে নিন পদ্ধতি

Published on:

How To Apply For Indian Passport

নিজের দেশ ছেড়ে অন্য দেশে প্রবেশ করার আগে বাধ্যতামূলকভাবে পাসপোর্ট দেখাতেই হবে। পাসপোর্ট ছাড়া অন্য দেশে প্রবেশ কার্যতো নিষিদ্ধ। এমনটা করতে গেলে হতে পারে জেল এবং জরিমানা। এই নথি আপনার পরিচয় পত্র হিসেবেও কাজ করবে। আপনিও কি পাসপোর্ট বানাতে চান? তাহলে এই প্রতিবেদন থেকে জেনে নিন পাসপোর্ট বানানোর খুঁটিনাটি।

পাসপোর্ট বানানোর জন্য কোন কোন ডকুমেন্টস প্রয়োজন?

  • ঠিকানায় প্রমাণপত্র : ভোটার কার্ড, বিদ্যুৎ বিল, ভাড়ার রশিদ, টেলিফোনের বিল, জলের বিল, গ্যাসের বিল বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের মধ্যে যেকোনও একটি দিতে হবে।

PASSPORT

  • পরিচয়ের প্রমাণপত্র : আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যেকোনও একটি দিতে হবে।
  • ছবি : আবেদনের সময় সাদা ব্যাকগ্রাউন্ডে পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হয়।
  • শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশের সার্টিফিকেট।

PASSPORT

পাসপোর্টের আবেদন করবেন কীভাবে?

আপনার নিকটবর্তী পাসপোর্ট অফিসে গিয়ে আবেদন করতে হবে। পাসপোর্ট আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট www.passportindia.gov.in। কাগজের নথিপত্র সঙ্গে না নিয়ে গিয়ে ফোনের ডিজিলকার অ্যাপে রাখতে পারেন। আবেদন করার পর মোটামুটি এক মাস সময় লাগে পাসপোর্ট হাতে পেতে। তবে যদি তৎকাল পাসপোর্টের আবেদন করেন তাহলে ৭ থেকে ১৪ দিনের মধ্যে পেয়ে যাবেন। নয়তো ৩০ থেকে ৪৫ দিন অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন : ডকুমেন্টস ছাড়াই পাসপোর্ট বানান এইভাবে! ফোনে থাকতে হবে শুধু এই অ্যাপ

PASSPORT

আরও পড়ুন : ড্রাইভিং লাইসেন্স কীভাবে বানায়? কী কী ডকুমেন্টস লাগে? কত টাকা লাগে?

পাসপোর্ট তৈরির জন্য কত খরচ হয়?

সাধারণত পাসপোর্ট তৈরির জন্য ১৫০০ টাকা খরচ হয়। কেউ বেশি পৃষ্ঠার পাসপোর্ট নিতে চাইলে তাকে ২০০০ টাকা দিতে হয়। তবে তৎকাল পাসপোর্টের আবেদন করলে ৩৫০০ টাকা দিতে হবে।