বর্তমানে ট্রেন যাত্রীদের মধ্যে IRCTC অ্যাপ্লিকেশন মারফত ট্রেন টিকিট বুক করার প্রবণতা বাড়ছে। তবে এই অ্যাপ্লিকেশন থেকে ট্রেন টিকিট বুক করারও কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে। অ্যাপ্লিকেশন ডাউনলোড করেই আপনি যে কারও টিকিট অনলাইনে বুক করতে পারবেন না। এমনকি মাসে নিজের জন্য কতগুলো টিকিট করতে পারবেন তারও একটা নির্দিষ্ট সীমা রয়েছে। জেনে নিন সেই সমস্ত নিয়ম।
রেলের তরফ থেকে জানানো হয়েছে IRCTC অ্যাপ দিয়ে ব্যক্তিগত ইউজার আইডি ব্যবহার করে নিজের বন্ধু, পরিবারের সদস্য এবং আত্মীয়দের জন্য টিকিট কাটা যাবে। তবে সেগুলো যদি কেউ বিক্রির স্বার্থে বুকিং করে ব্যবসার কাজে লাগাতে চান তাহলে তিনি রেলওয়ে আইনের উলঙ্ঘন করবেন। ১৯৮৯ সালের রেলওয়ে আইনের ১৪৩ ধারা অনুসারে তা হবে আইনত অপরাধ।
IRCTC অ্যাপ দিয়ে মাসে সর্বাধিক ১২ টি টিকিট বুক করতে পারবেন। তবে যদি ইউজার আইডির সঙ্গে আধার কার্ড সংযোগ থাকে তাহলে ২৪ টা টিকিট বুক করা যায়। আসলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় ভারতীয় রেলের নাম করে নানা পোস্ট ঘোরাফেরা করে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন। তাদের উদ্দেশ্যে রেলওয়ে কর্তৃপক্ষের অনুরোধ যেন সকলে নিয়ম কানুন জানার জন্য রেলের ওয়েবসাইটেই নজর রাখেন।
আরও পড়ুন : IRCTC অ্যাপ থেকে টিকিট বুকিংয়ের সময় সাবধান! না হলেই বিপদ
আরও পড়ুন : কনফার্ম তৎকাল টিকিট বাতিলেও ফেরত পাবেন টাকা! জানুন কীভাবে
এছাড়া কোনও ব্যক্তি যদি ব্যবসায়িক স্বার্থে ট্রেন টিকিট বুক করে বিক্রি করতে চান তাহলে তাকে IRCTC এর নির্দিষ্ট এজেন্ট হতে হবে। তবেই ওই ব্যক্তি যে কারও জন্য টিকিট বুক করতে পারবেন। তা না হলে যারা বেআইনিভাবে অন্যের জন্য টিকিট বুক করবেন তাদের শাস্তি হবে।