উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কেরালা, গোটা ভারতবর্ষ জুড়ে রয়েছে একাধিক পর্যটন স্থল। হাউজবোটে চেপে যদি জলে ভ্রমণ করতে চান তাহলে এবার আর শুধু কাশ্মীর কিংবা কেরালা যেতে হবে না। আপনার হাতের কাছেই রয়েছেন আরও এক অপশন। বাংলার মধ্যেই আপনি সাধ পূরণ করতে পারবেন। তাও নিতান্তই কম খরচে। জেনে নিন কীভাবে।
ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন বাংলাতে বিশেষ এক পর্যটনকেন্দ্র গড়ে তুলেছে। যেখানে আপনি নামমাত্র খরচে হাউসবোটে রাত্রি যাপন করতে পারবেন। থাকা-খাওয়া, বিনোদনের নানা সুযোগ-সুবিধাও পাবেন। এই জায়গা গড়ে উঠেছে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের জহরকুঞ্জে।
ব্যারাকপুর ক্যান্টনমেন্টের জহরকুঞ্জে মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি রয়েছে। এখানে হাউজবোটে চড়ে জলপথে ভ্রমণ করার অভিজ্ঞতা নিতে বহু পর্যটকের ভিড় হয়। আপনিও এখানে আসতে পারবেন। তবে আপনাকে আগে থাকতে বুকিং করে তবে আসতে হবে। কারণ এখানে পর্যটকদের এত ভিড় হয় যে সহজে বুকিং মিলবে না।
হাউজ বোটের রুম ভাড়া করার জন্য আপনাকে অনলাইনে বুকিং করতে হবে। https://wbtdcl.wbtourismgov.in/home এই ওয়েবসাইটে গিয়ে আপনি যাবতীয় তথ্য জমা দিয়ে বুকিং করে ফেলতে পারবেন। আর তারপর গঙ্গার বুকে হাউস বোটে চেপে ঘোরার অভিজ্ঞতা নিতে পারবেন। তার সঙ্গে পছন্দমত খাওয়া-দাওয়া, সূর্যাস্ত দেখা, জানলার বাইরে উঁকি মেরে জল দেখা সহ বিনোদনের আরও সুযোগ সুবিধা পাবেন।
আপনি যদি ফোন মারফত বুকিং করতে চান তাহলে আপনাকে ফোন করতে হবে +91-9874026921 এই নম্বরে। এবার আর হাউজবোট সফরের জন্য ভিন রাজ্যে যেতে হবে না। নিতান্তই কম খরচে নিজের রাজ্যেই আপনি সেই সুবিধা পাবেন। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি অন্নপূর্ণা মন্দির, ভুতুড়ে কুঠি, মঙ্গলপান্ডে পার্ক, গান্ধীঘাট-সহ ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকা ব্রিটিশ আমলে তৈরী গ্যারিসন চার্চ দেখতে পাবেন ভ্রমণ কালে।
আরও পড়ুন : দীঘার সমুদ্রে চলবে বিলাসবহুল ক্রুজ, কবে থেকে? ভাড়া কত?
আরও পড়ুন : ভারতের এই ৫ রাজবাড়িতে রাজার হালে থাকতে পারবেন আপনিও! জেনে নিন খরচ
এখন হাউসবোটে এসি ডাবল বেডরুমে এক রাত থাকার খরচ হয় ৪ হাজার টাকা। খাওয়া-দাওয়ার খরচ আলাদা। ট্রেনে, বাসে বা নিজের গাড়িতে ব্যারাকপুর স্টেশনে পৌঁছাতে হবে। তারপর সেখান থেকে টোটো করে পৌঁছে যেতে পারবেন মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টিতে।