লম্বা ছুটিতে বানান বেড়ানোর প্ল্যান, দেখুন আগামী ৩ মাসের ছুটির তালিকা

Published on:

Holidays in June 2024 To Make A Trip Plan

একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে বৃষ্টি। এই দুইয়ের চাপে কার্যত দক্ষিণবঙ্গের মানুষদের দফারফা অবস্থা। এই সময় যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান তাহলে জুন মাসের ছুটি তালিকায় কিন্তু সেই সুবর্ণ সুযোগ রয়েছে। যদি বেশ কিছুদিনের জন্য কোথাও ঘুরতে যেতে চান তাহলে দেখে নিন এই মাসের সরকারি ছুটিসহ লম্বা উইকেন্ডের তালিকা।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকাশিত গেজেটেড এন্ড রেস্ট্রিক্টেড হলিডেজে সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে জুন মাসে কেবল একটাই সরকারি ছুটি পড়বে। ১৭ই জুন বকরি ঈদের দিন ছুটি পড়বে। সেদিন আবার সোমবার। কাজেই শনি, রবি ও সোম মিলিয়ে তিন দিনের জন্য একটা ছোটখাটো বেড়ানোর পরিকল্পনা করা যেতেই পারে।

TRIP

এমনিতেই বিগত এপ্রিল, মে, জুন মাসব্যাপী ভোটের পর্ব চলেছে গোটা দেশজুড়ে। সরকারি কর্মচারীদের কাজের চাপ এই সময় ছিল সবথেকে বেশি। ৪ ঠা জুন আবার ভোটের ফলাফল প্রকাশ। কাজেই একটানা কাজের চাপ থেকে মুক্তি পেতে লম্বা ছুটির বেশ প্রয়োজন ছিল। জুন মাসেই পাওয়া যাবে এরকম একখানা লম্বা উইকেন্ড।

এরপর যদি জুলাই মাসের কথা বলা হয় তাহলে দেখা যাচ্ছে জুলাই মাসে ১৭ তারিখে মহরম পড়েছে। তবে বার পড়েছে বুধবার। সপ্তাহের মাঝখানে এই ছুটিটা পড়ায় বিশেষ কোনও সুবিধা পাওয়া যাবে না। তবে একদিনের জন্য কাছে পিঠে কোথাও ঘুরে আসতেই পারেন। অন্যদিকে আগস্ট মাসে কিন্তু আবার লম্বা উইকেন্ড রয়েছে।

আরও পড়ুন : কাশ্মীর যাওয়ার আদর্শ সময় কোনটা? কখন গেলে বরফ পাবেন?

TRIP

আরও পড়ুন : জুন-জুলাই মাসে ঘোরার জন্য ভারতের সেরা ১০টি জায়গা, না গেলে চরম মিস

আগস্ট মাসে বেশ কিছুদিন ছুটি রয়েছে। ১৫ ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস বৃহস্পতিবার পড়েছে। ১৯ শে আগস্ট রাখি বন্ধন উৎসব রয়েছে। জন্মাষ্টমীতে কিন্তু একটানা লম্বা ছুটি পাবেন। এই বছর জন্মাষ্টমী পড়েছে ২৬ শে আগস্ট সোমবার। কাজেই শনিবার এবং রবিবার ধরে সোমবার পর্যন্ত তিন দিনের লম্বা ছুটি পাবেন।