বাইরে কোথাও ঘুরতে গেলে কোথায় থাকবেন সেটা আগে মাথায় ঘুরপাক খায়। বর্তমানে দার্জিলিঙে অসংখ্য হোটেল রয়েছে। তবে সেগুলো বেশ দামী। এই হোটেলগুলোর ভাড়া ৪-৫ হাজার টাকার কাছাকাছি পড়বে। তবে অনেকেই জানেন না দার্জিলিঙে এমন অনেক সরকারি হোটেল রয়েছে যেখানে খরচ আপনার নাগালের মধ্যেই থাকে। এক নজরে দেখুন সেই হোটেলগুলোর ঠিকানাসহ তালিকা।
কার্শিয়াং টুরিস্ট লজ : দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে তেনজিং নোরগে রোডের উপর অবস্থিত এই লজ। এখানে মোট ২০ টা ঘর আছে। প্রত্যেকটা ঘরে আলমারি, ড্রেসিং টেবিল ও টিভিসহ যাবতীয় প্রয়োজনীয় জিনিস আছে। রয়েছে বড় সাইজের বিছানা। এখানে এক রাতে থাকার খরচ ১৫০০ টাকা।
ডাফে মুনাল টুরিস্ট লজ : ডাফে মুনাল টুরিস্ট লজ দার্জিলিংয়ের লোলেতে অবস্থিত। ঝান্ডি দরা সান রাইজ ভিউ পয়েন্ট, ইকোপার্ক, লাভা, ডাবলিং ভিউ পয়েন্ট, চারখোলা, রিশপ এখান থেকে কাছে হয়। এখানে মাত্র ২ টি ঘর আছে। ঘরগুলোর মধ্যে কাঠের আসবাবপত্র আছে। প্রতি রাতের জন্য এখানে ১,৫০০ টাকা ভাড়া দিতে হয়।
জোরপোখারী টুরিস্ট লজ : দার্জিলিংয়ের শুখিয়ার শুখিয়াপোখেরি রাস্তার উপর অবস্থিত। টংলু, সান্দাকফু, ফালুট, চিত্রে, তিস্তা, দার্জিলিং টাইগার হিল, মিরিক, দুধিয়া যেতে পারবেন এখান থেকে। এখানে ছোট থেকে বড় হরেক রকমের ঘর রয়েছে। প্রতি রাতের ভাড়া ১ হাজার থেকে ৪ হাজার টাকা।
ম্যাপেল টুরিস্ট লজ : দার্জিলিঙের গোর্খা হিল কাউন্সিলের এরিক বেঞ্জামিন রোডের উপর অবস্থিত। এখানে ১৫০০ টাকা থেকে ঘর ভাড়া শুরু হচ্ছে। এখান থেকে দার্জিলিংয়ের একাধিক টুরিস্ট স্পট ঘুরতে পারবেন।
আরও পড়ুন : কম খরচে বিদেশ ঘুরতে চান? ঘুরে আসুন এই ৫ টি দেশ থেকে
লুইস জুবিলী কমপ্লেক্স : দার্জিলিংয়ের লিম্বুগাওঁতে বেলাম্বের রোডের উপর অবস্থিত এই লজ। এখানে অনেক রকমের রুম রয়েছে। যেখানে থাকার জন্য প্রতি রাতের ভাড়া ৫০০ থেকে ১০০০ টাকা নেওয়া হয়।
মিরিক টুরিস্ট লজ : এই লজ দার্জিলিংয়ের মিরিকে অবস্থিত। এখানে ১৮ টা ঘর রয়েছে। ডাবল বেডরুমের ভাড়া ৫,৬০০ টাকা।
আরও পড়ুন : ২ ঘন্টায় বিদেশ ভ্রমণ, কম খরচেই ঘুরতে পারবেন এই ৮ টি দেশ
দার্জিলিং টুরিস্ট লজ : দার্জিলিংয়ের চক বাজারে ভানুসরণীতে অবস্থিত এই লজ। এখানে থাকার খরচ অন্যান্য লজের তুলনায় কিছুটা বেশি। এখানে থাকতে হলে দিন পিছু ৬,৮৪০ টাকা টাকা খরচ হয়।