বেড়াতে গেলে সঙ্গে রাখুন এই 8 গ্যাজেট, ৯৯% কমে যাবে বিপদের সম্ভাবনা

Published on:

Gadgets You Must Need Before Travel

কোথাও বেড়াতে যেতে হলে দরকারি সব জিনিসপত্র আগেই ব্যাগে গুছিয়ে ফেলি আমরা। তবুও কিছু কিছু জিনিস মিস হয়েই যায়। আজকের এই ডিজিটাল যুগ হল গ্যাজেটসের যুগ। মোবাইলের মত ইলেকট্রনিক জিনিসগুলো সঙ্গে না নিয়ে বাইরে বেড়ানোর কথা ভাবাই যায় না। আজকের এই প্রতিবেদনে রইল এমন কিছু কিছু দরকারি গ্যাজেটসের নাম যেগুলো আপনাকে সঙ্গে রাখতেই হবে বেড়ানোর সময়।

হাইব্রিড ওয়াল চার্জার

ফোন এবং ক্যামেরা যদি সঙ্গে থাকে তাহলে নিয়ে নিন হাইব্রিড ওয়াল চার্জার। অনেক সময় বিভিন্ন হোটেলের ঘরে চার্জ দেওয়ার একাধিক পয়েন্ট থাকে না। টু ইন ওয়ান হাইব্রিড ওয়াল চার্জার যদি সঙ্গে থাকে তাহলে একসঙ্গে মোবাইল এবং ক্যামেরার ব্যাটারি দুটোই চার্জ করা যাবে।

POWER BANK

পাওয়ার ব্যাঙ্ক

রাস্তাঘাটে যদি হঠাৎ করে মোবাইলের চার্জ চলে যায় তাহলেও চিন্তা নেই। সঙ্গে রাখুন শুধু পাওয়ার ব্যাঙ্ক। বাসে, ট্রেনে, গাড়িতে যেখানেই থাকুন না কেন, যদি ইলেকট্রিসিটি না ও থাকে তাও আপনার ফোন চার্জ হতে পারবে। শুধু পাওয়ার ব্যাঙ্কে যেন চার্জ থাকে।

ইউনিভার্সাল সকেট ট্রাভেল অ্যাডাপ্টার

যদি আপনি বিদেশে কোথাও যান তাহলে আপনাকে এই ধরনের অ্যাডাপ্টার সঙ্গে রাখতেই হবে। এতে অনেকগুলো প্লাগ এবং পোর্ট থাকে। একটা ছোট অ্যাডাপ্টার দিয়ে আপনি ক্যামেরার ব্যাটারি, ফোন, পাওয়ার ব্যাঙ্ক সবই চার্জ করতে পারবেন।

আরও পড়ুন : বর্ষায় পাহাড়ে যাওয়ার আগে কী কী করবেন? জেনে রাখুন কিছু ছোট্ট টিপস

7-in-1 MultiPort Adapter

আরও পড়ুন : বেড়ানোর খরচ হয়ে যাবে অর্ধেক! জেনে নিন ট্যুর প্ল্যান করার গোপন সিক্রেট

সেভেন ইন ওয়ান মাল্টিপোর্ট অ্যাডাপ্টার

যারা ভ্লগিং করেন তাদের মূলত এই ধরনের অ্যাডাপ্টার সঙ্গে রাখতে হয়। এতে ইউএসবি পোর্ট, এসডি কার্ড রিডার, ইউএসবি এ ও সি ডাটা পোর্ট থাকে। আপনি এর মাধ্যমে ল্যাপটপ, ফোন, ক্যামেরা চার্জ করতে পারবেন, সেই সঙ্গে ডেটা দ্রুত স্থানান্তর করতে পারবেন।