ক্যামেরা নিয়ে বিমানে ওঠা যায়? আসল নিয়ম না জানলেই বিপদে পড়বেন

Published on:

Flight Rules On Travel With Camera

বর্তমানে কম সময়ে দ্রুত পৌঁছানোর জন্য অনেকেই বিমান যাত্রা করেন। বিশেষ করে যারা দূরে কোথাও ঘোরার প্ল্যান করছেন তারা নতুন অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা পেতে বিমান পথ বেছে নেন। তবে বিমানে যাত্রার বেশ কিছু নিয়ম নিষেধাজ্ঞা রয়েছে। যেগুলো না মানলে বিমানে উঠতেই দেওয়া হয় না। এমন অনেক জিনিস রয়েছে যেগুলো নিয়ে বিমান সফর করা যায় না। সেই নিষিদ্ধ জিনিসের তালিকার মধ্যে কি ক্যামেরাও পড়ে? জেনে নিন।

বিমানে কি ক্যামেরা সঙ্গে নিয়ে যাওয়া যায়?

দূরে কোথাও ঘুরতে গেলে সেই মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য ক্যামেরাও সঙ্গে নিয়ে যান অনেকে। যদি আপনি বিমানে ক্যামেরা নিয়ে যেতে চান তাহলে যেতেই পারেন। কিন্তু কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে ক্যামেরা সঙ্গে নিতে গেলে। সেগুলো কী কী? জেনে নিন।

Flight Rules On Camera

বিমানে ক্যামেরা নিয়ে যেতে হলে কী কী নিয়ম মানতে হয়?

BCAS এর নিয়ম অনুসারে DSLR জাতীয় ক্যামেরা নিয়ে বিমানে ওঠা যায়। এছাড়া GoPro এর মত পয়েন্ট এন্ড শুট ক্যামেরাও বিমানে নিষিদ্ধ নয়। তবে ক্যামেরা পরিষ্কারের জন্য লিকুইড ক্লিনজার বেশি পরিমাণে নেবেন না। কারণ বিমানে আপনি কতটুকু তরল (যেমন জল, খাদ্যবস্তু ইত্যাদি) নিয়ে উঠতে পারবেন তার একটা নির্দিষ্ট পরিমাণ থাকে।

ক্যামেরা সঙ্গে নিলেও ট্রাইপড নিয়ে যাওয়া এড়িয়ে চলুন। কারণ ট্রাইপড আপনার লাগেজের বেশ কিছুটা অংশ দখল করে নেয়। ক্যামেরার ব্যাটারি নিয়েও কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ বেশ কিছু এয়ারপোর্টে লিথিয়াম ব্যাটারি নিয়ে প্রবেশ নিষিদ্ধ। তাই বিমান সফরের আগে যে সংস্থার বিমানে চড়ছেন তাদের নিয়ম এবং নিষেধাজ্ঞাগুলো জেনে নিন ভালো করে।

আরও পড়ুন : এবার থেকে বিমানবন্দরে মিলবে এই সুবিধা! বড় সুখবর যাত্রীদের জন্য

Flight Rules On Camera

আরও পড়ুন : এই ৩ খাবার খেয়ে কখনও বিমানে উঠবেন না, মাঝ আকাশে শরীর খারাপ হতে পারে

বর্তমানে ড্রোন ক্যামেরাও অনেক মানুষ ব্যবহার করছেন। এয়ার ইন্ডিয়াতে ন্যানো, মাইক্রো বা ছোট ড্রোন যেগুলোর ওজন সাধারণত ২ কেজির মধ্যে হয়, সেগুলো নিয়ে ওঠা যায়। তবে ইন্ডিগো এয়ারলাইন্স আবার ড্রোন নিয়ে উঠতে দেয় না। মনে রাখবেন, যদি আপনি বিমানের মধ্যে ক্যামেরা নিয়ে ছবি তুলতে চান বা ভিডিও করতে চান সে ক্ষেত্রে আপনাকে বিমান কর্তৃপক্ষের ও আপনার সহযাত্রীদের অনুমতি নিতে হবে।