উইকেন্ড ট্রিপে ঘুরে আসুন হাজারদুয়ারি, চালু হল ওয়াটার পার্ক, ড্রাই পার্কসহ একাধিক সুবিধা

Published on:

Entertainment Park Water Park Dry Park And More Are Now Available In Hazarduari

ইতিহাসকে যদি নিজের চোখের সামনে দেখতে চান তাহলে মুর্শিদাবাদ যেতেই হবে। লালবাগের হাজারদুয়ারি এতদিন হাজার হাজার পর্যটকদের টেনেছে। তবে এবার আরও বেশি পর্যটক টানতে এখানে চালু করা হল বিশেষ বিশেষ ব্যবস্থা। যার মধ্যে বিনোদন পার্ক, ড্রাই পার্ক সবকিছুই রয়েছে। কী কী নতুন সুবিধা চালু হল হাজারদুয়ারিতে? দেখে নিন এক নজরে।

সম্প্রতি হাজারদুয়ারিতে ড্রাই পার্ক, বিনোদন পার্কসহ একটি রিসোর্ট চালু করা হয়েছে। চালু হয়েছে ওয়াটার পার্ক। যদিও ওয়াটার পার্কে এখনই আপনি জল পাবেন না। বহরমপুর লালবাগের রাস্তায় নতুন গ্রামের তালগাছি এলাকায় এই নতুন রিসোর্ট এবং পার্ক তৈরি হয়েছে। এছাড়াও এখানে আরও একাধিক আকর্ষণীয় জিনিস রয়েছে।

 Hazarduari Palace

দার্জিলিং এর মত টয় ট্রেন চালু হয়েছে এখানে। এছাড়া রয়েছে আরও বিনোদনমূলক নানা জিনিস। একটি মিনি জু রয়েছে পার্কে। গত ৩০ শে জুন ওয়াটার পার্কের মধ্যে ড্রাইপার্কের উদ্বোধন হয়েছে। এখানে ছোট ছোট শিশুদের খেলার জন্য নানা ব্যবস্থা রয়েছে। রয়েছে সেলফি জোন, টেম্পালিন, ইঞ্জেক্টর ইত্যাদি।

আরও পড়ুন : বর্ষায় ঘুরে আসুন মেঘেদের রাজ্য মেঘালয়! মিটে যাবে বিদেশ ভ্রমণের সাধ

Hazarduari Palace

আরও পড়ুন : পাহাড়, ঝর্ণা, জঙ্গল সব এক জায়গাতেই! ভরা বর্ষায় বেলপাহাড়ি গেলে ময়ূরের মত নাচবে মন

এবার থেকে সপরিবারে হাজারদুয়ারি ভ্রমণ আরও জমজমাট হবে। তারই জন্য নতুন নতুন ব্যবস্থা চালু হয়েছে। ছুটির দিনগুলোতে কিংবা সপ্তাহ শেষে ছুটিতে একটা গোটা দিন অনায়েসে কাটিয়ে যেতে পারবেন পার্কে। ছোট থেকে বড়, সব বয়সের পর্যটকদের কথা মাথায় রেখে চালু করা হয়েছে এই পার্ক। আগস্ট মাসেই ওয়াটার পার্ক চালু হয়ে যাবে বলে জানানো হয়েছে।