দীঘার সমুদ্রে চলবে বিলাসবহুল ক্রুজ, কবে থেকে? ভাড়া কত?

Published on:

Digha Cruise Service MV Nivedita Know Details

দীঘাকে আরও আকর্ষণীয় এবং সুন্দর করে সাজিয়ে তুলতে তৎপর হয়েছে প্রশাসন। আর তার জন্য ধাপে ধাপে এগোচ্ছে পরিষেবা। দীঘাতে এবার বিলাসবহুল জাহাজে চেপে সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারবেন পর্যটকরা। আগামী জুলাই মাস থেকেই চালু হবে এই পরিষেবা। কী কী সুবিধা পাবেন? ভাড়া কত দিতে হবে? জেনে নিন সবকিছু।

গোয়ার মত এবার দীঘাতেও বিলাস বহুল ক্রুজে চেপে সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারবেন। শুধু ভ্রমণ নয়, ডিজে বাজিয়ে নাচ-গান থেকে শুরু করে খাওয়া-দাওয়া, সবই করতে পারবেন। তার জন্য দীঘাতে এম ভি নিবেদিতা নামের একটি প্রমোদতরী নামানো হবে। প্রমোদতরীর ফিটনেস সার্টিফিকেট চলে এলেই পরিষেবা চালু করা যাবে।

MV Nivedita

২০২৩ সালের ডিসেম্বর মাসেই এমভি নিবেদিতাকে সমুদ্রে নামানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় জাহাজের পল্টুন জেটি এবং গ্যাংওয়েতে কিছু সমস্যা রয়েছে। তাই জাহাজ সমুদ্রে নামানোর দিন পিছিয়ে দেওয়া হয়। দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ এবার ফের তৎপর হয়েছে এমভি নিবেদিতাকে সমুদ্রে নামানোর জন্য।

দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ জানিয়েছে এই জাহাজে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পর্যটকদের বিনোদনের জন্য সবরকম ব্যবস্থা থাকবে। ডিজে চালিয়ে গান-বাজনা, রেস্তোরাঁতে বসে খাওয়া-দাওয়া ও সমুদ্র দর্শন করা যাবে। এছাড়া জাহাজের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থাও থাকবে।

MV Nivedita

জাহাজের মধ্যে যাত্রীদের বসার জন্য ৮০ টা আসন থাকবে। সম্পূর্ণ এসি চালিত ২ টি ডেক রয়েছে। এখন চম্পা নদীর মোহনাতে নোঙর করে রয়েছে এমভি নিবেদিতা। চম্পা নদী ও মোহনা তীরবর্তী এলাকাতে সমুদ্র সফর করবে এমভি নিবেদিতা। নদী মোহনা, ম্যানগ্রোভ ঘুরিয়ে দেখানো হবে পর্যটকদের।

আরও পড়ুন : এজেন্টদের পাল্লায় সর্বস্বান্ত হওয়ার দিন শেষ! দিঘাতে হোটেল বুকিংয়ে প্রতারিত হলে অভিযোগ জানান এইভাবে

MV Nivedita

আরও পড়ুন : দীঘার বিচে আর বসতে পারবেন না কেউ! বড় সিদ্ধান্ত নিল প্রশাসন

স্বাভাবিকভাবেই দীঘাতে এরকম একটি পরিষেবা চালু হওয়াতে পর্যটকদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এখন থেকে। দীঘাতেও গোয়ার মত ব্যবস্থা চালু হলে আগামীদিনে পর্যটকদের ভিড় আরও বাড়বে আশা করা যায়। তবে এই সমুদ্র ভ্রমণের জন্য ভাড়া কত হবে তা এখনো জানা যায়নি। শীঘ্রই তা জানিয়ে দেওয়া হবে প্রশাসনের তরফ থেকে।