Darjeeling Tour Plan : বাজেটের মধ্যে পাহাড়ে ঘোরার জন্য বাঙালির কাছে সব থেকে বড় অপশন হল দার্জিলিং। অনেকে একাধিকবার দার্জিলিং ঘুরেছেন। তবুও যেন অজানা অদেখা থেকে যায় এই পাহাড়ের দেশের একাধিক জায়গা। এই গরমে যারা দার্জিলিঙে যাওয়ার প্ল্যানিং করছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন। দেখুন দার্জিলিং গেলে কোথায় থাকবেন? কোথায় ঘুরবেন? কী কী খাবেন ইত্যাদি।
Darjeeling Tour plan
দার্জিলিং কীভাবে যাবেন?
সব থেকে ভাল হয় যদি গ্রুপে যেতে পারেন। অন্ততপক্ষে ৪ জন কিংবা ৭-৮ জনের গ্রুপ তৈরি করুন। তারপর নর্থ বেঙ্গলগামী যে কোনও ট্রেনের টিকিট কেটে ফেলতে পারেন। শিলিগুড়িতেও নামতে পারেন। আবার নিউ জলপাইগুড়ি স্টেশনেও নামতে পারেন। এখন অসংখ্য বাস দক্ষিণবঙ্গ থেকে শিলিগুড়ি পর্যন্ত যায়। কম বাজেটের মধ্যে সেমি স্লিপার ভলভো বাস পেয়ে যাবেন।
শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত পৌঁছে সেখান থেকে শেয়ারে গাড়ি করে পৌঁছে যেতে পারবেন দার্জিলিং। আর বাজেটের চিন্তা না থাকলে কেটে ফেলুন টয় ট্রেনের টিকিট। শিলিগুড়ি থেকে দার্জিলিং টয় ট্রেনে করে যেতে অসাধারণ অভিজ্ঞতা পাবেন।
কোথায় থাকবেন?
দার্জিলিঙে থাকার জন্য অনেক হোটেল পেয়ে যাবেন। ম্যালের উপরের হোটেলের দাম বেশি থাকে। দিন পিছু ভাড়া ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যে। আস্তাবলের পাশে কম দামের হোটেলও পেয়ে যাবেন। ঘড়িঘরের উল্টোদিকের গলিতেও যে হোটেলগুলো রয়েছে সেগুলোর ভাড়া বেশ কম। মহাকাল মন্দিরের দিকে যে রাস্তা চলে গিয়েছে তার নিচে একটি রাস্তা রয়েছে। সেই রাস্তাতেও কম বাজেটের হোটেল পাবেন।
দার্জিলিঙে কোথায় কোথায় ঘুরবেন?
- পৃথিবীর সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম,
- ঘুম মনাস্ট্রী,
- বাতাসিয়া লুপ,
- দার্জিলিং চিড়িয়াখানা, যেখানে বিলুপ্তপ্রায় স্নো লেপার্ডের দেখা পাবেন,
- হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট,
- তেনজিং রক এর স্মৃতিস্তম্ভ,
- হ্যাপি ভ্যালি টি গার্ডেন,
- দার্জিলিং গোর্খা স্টেডিয়াম,
- দার্জিলিং মিউজিয়াম,
- বৌদ্ধ বিহার জাপানিজ টেম্পল,
- ব্রিটিশ আমলের লালকুঠি,
- আভা আর্ট গ্যালারি,
- ১০০ বছরের পুরনো দীরদাহাম টেম্পল,
- রক গার্ডেন, গঙ্গা মায়া পার্ক,
- পিস প্যাগোডা,
- মহাকাল মন্দির,
- কাঞ্চনজঙ্ঘা,
- ভিক্টোরিয়া ফলস,
আরও পড়ুন : ১৬ ঘন্টা নয়, এবার মাত্র ২ ঘন্টায় পৌঁছে যাবেন সিকিম, খুলে গেল নতুন রাস্তা
দার্জিলিংয়ে কী কী খাবেন?
দার্জিলিং গেলে দার্জিলিংয়ের চা আর মোমো খেতেই হবে। এছাড়া মাংস এবং নুডুলস দিয়ে তৈরি ঘন স্যুপ যাকে স্থানীয় ভাষায় ‘থুপকা’ বলে সেটাও চেখে দেখতে পারেন। গ্যাজানো সরিষা পাতার গানড্রাক, স্থানীয় বিয়ার চ্যাং এর স্বাদ নিতে পারেন। দার্জিলিংয়ের ক্যাভেন্টার্সে ব্রেকফাস্ট করতে পারেন। এছাড়া কুঙ্গাতে তিব্বতি এবং চাইনিজ খাবার খেতে পারেন। হ্যাপি ভ্যালি টি গার্ডেনে বসে ব্ল্যাক টিতে চুমুক দেওয়াটা মাস্ট। এছাড়া দার্জিলিং কফি হাউসে যেতে পারেন। গ্লেনেরিজে কেক, পেস্ট্রি খেতে পারেন।
আরও পড়ুন : বাংলার সেরা ১০টি হিল স্টেশন, গরমে বেড়ানোর জন্য একেবারে আদর্শ
দার্জিলিং ঘোরার খরচ
দার্জিলিংয়ে যাতায়াত থাকা-খাওয়া নিয়ে ৫ রাত ৪ দিনে মাথাপিছু খরচ পড়তে পারে ১৫,০০০ থেকে ১৮,০০০ টাকা। তবে যদি গ্রুপ করে শেয়ারে যান তাহলে ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যেও ঘোরা যাবে। আর যদি থাকার দিনের সংখ্যা কমিয়ে ২-৩ দিন করে নিতে পারেন তাহলে খরচ আরও কমে গেল। এভাবে দিন পিছু ১৫০০ টাকা খরচে স্বচ্ছন্দে ঘুরে আসতে পারবেন দার্জিলিং থেকে।