ভারতের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী। ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগরের ত্রিবেণী সঙ্গমস্থল। এখানে অনেক বড় পর্যটন শিল্প গড়ে উঠেছে। থাকা-খাওয়া এবং ঘোরাঘুরির জন্য দক্ষিণ ভারতের এই স্থান একেবারে আদর্শ জায়গা। কন্যাকুমারীতে গিয়ে কোথায় কোথায় ঘুরবেন, কী কী দেখবেন, কখন যাবেন এসব তো আগেই জানিয়েছি আপনাদের। আজকের এই প্রতিবেদনের বরং দেখে নিন কন্যাকুমারীর সেরা রেস্টুরেন্টগুলোর তালিকা।
কন্যাকুমারীর সেরা রেস্টুরেন্ট কোনগুলো?
ওশিয়ান রেস্টুরেন্ট
কন্যাকুমারীর সেরা রেস্টুরেন্টগুলোর মধ্যে ওশিয়ান রেস্টুরেন্ট অন্যতম। এখানে হরেক রকম সি ফুড পাওয়া যায়। বিভিন্ন রকম সামুদ্রিক মাছের কারী, ফ্রাইসহ বিভিন্ন রকম প্রিপারেশন পাওয়া যায়। যারা কন্যাকুমারীতে ভ্রমণ করতে আসেন খাওয়া-দাওয়ার জন্য তাদের মধ্যে অনেকেই এই রেস্টুরেন্টে আসেন। আরব সাগরের দৃশ্য দেখতে দেখতে সামুদ্রিক খাবারের আস্বাদ নিতে ভালোই লাগবে এখানে।
হোটেল সারাভানা
যদি তামিলনাড়ুর আঞ্চলিক খাবার খেতে চান তাহলে একবার এই হোটেলে আসতেই হবে। এখানে তামিলনাড়ু স্পেশাল ক্রিসপি দোসা, ইডলি, নারকেলের চাটনি, সাম্বার এবং আরও অনেক খাবার পাওয়া যায়। এখানে মূলত তামিলনাড়ুর আঞ্চলিক নিরামিষ খাবারগুলি পাওয়া যায়।
ত্রিবেণী
কন্যাকুমারীর ত্রিবেণী নামের এই রেস্টুরেন্টেরও বেশ নামডাক রয়েছে। দক্ষিণ ভারতের স্পেশাল খাবার পাওয়া যায় এখানে। রোমান্টিক ডিনারের জন্য কাপলরা এখানে আসেন। এই হোটেলের আভ্যন্তরীণ সাজসজ্জা খুবই সুন্দর। এখানে ট্রাডিশনাল খাবার-দাবার পাওয়া যায়।
হোটেল সিসোর
এই হোটেলটি ছয় তলায় অবস্থিত। যেখান থেকে কন্যাকুমারী সমুদ্র সৈকতের অসাধারণ ভিউ পাওয়া যায়। খেতে খেতে এমন সুন্দর দৃশ্য আপনি মিস করতে চাইবেন না নিশ্চয়ই। বিভিন্ন কুইজিনের নামীদামী সব খাবার পাওয়া যায় ওখানে। এছাড়াও হোটেলের মধ্যে পোঙ্গল এবং কেশরি স্নানের অভিজ্ঞতাও পেতে পারেন।
আরও পড়ুন : কন্যাকুমারীতে কখন যাবেন? কী কী দেখবেন? কীভাবে যাবেন?
সঙ্গম রেস্টুরেন্ট
কন্যাকুমারীর সঙ্গম রেস্টুরেন্টের বেশ সুনাম রয়েছে। এখানকার জিভে জল আনা রেসিপি, হোটেলের আতিথেয়তা, অতি দ্রুত খাবার পরিবেশন ইত্যাদি কারণে বারবার পর্যটকরা এখানে আসেন। এখানে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত হরেক রকম ভারতীয় কুইজিনের খাবার পাওয়া যায়।
আরও পড়ুন : সোলো ট্রিপে কোথায় যাবেন? দেখুন ভারতের সেরা ৫ ডেস্টিনেশন
দ্য কারি
শুধু দক্ষিণ ভারতীয় খাবার নয়, দ্য কারি রেস্টুরেন্টে উত্তর ভারতসহ চীন, জাপান, মেক্সিকো, থাইল্যান্ডের খাবারও পাওয়া যায়। আমিষে পাশাপাশি নিরামিষ খাবারের মধ্যে হরেক রকমের এক্সপেরিমেন্ট চালিয়ে ভিন্ন এবং সুস্বাদু পদ পরিবেশন করা হয়।