বর্ষা এসে গিয়েছে। প্রকৃতিকে উপভোগ করতে হলে এই সময় ঘরে বসে থাকবেন না। পাহাড়, সমুদ্র কিংবা জঙ্গল এই সময় আরও মায়াবী সাজে সেজে ওঠে। আকাশে মেঘের ঘনঘটা আর তার সঙ্গে কখনও, ঝিরঝির কখনও ঝমঝম বৃষ্টি, জানেন কি এই সময় ভারতের কোন কোন জায়গা থেকে প্রকৃতিকে সবথেকে ভালো উপভোগ করা যায়? জেনে নিন এই প্রতিবেদন থেকে।
মাথেরান
মহারাষ্ট্রের মাথেরান থেকে ঘুরে আসতে পারেন কিছুদিন। সবুজ গাছপালায় ভরা ঘন বন রয়েছে এখানে। সেখানে পাথরের রাস্তা রয়েছে। এখানে গেলে অবশ্যই দেখুন প্যানোরামা পয়েন্ট। মাথেরান যাওয়ার জন্য নরেল জংশন পর্যন্ত ট্রেনে আসতে হবে। তারপর সেখান থেকে টয় ট্রেনে পৌঁছাতে হয়।
মৌসিনরাম
মৌসিনরামকে বলা হয় মেঘের দেশ। শিলং থেকে মাত্র ৫৬ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গা। এখানে ঝর্না এবং ঘন সবুজ বন দেখতে পাবেন। এছাড়া এখানে মাওজুমবুঁই কেভ ও জাকরেম দেখতে পাবেন। ওয়াচ টাওয়ার এবং ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের পরিবেশ দেখতে দারুণ লাগবে।
কুর্গ
কুর্গকে বলা হয় ভারতের স্কটল্যান্ড। এখানে কফি এবং নানা মশলার গাছের বাগান রয়েছে। এখানে জলপ্রপাত রয়েছে। সবুজ গাছপালা, বাহারি ফুল, ঝর্না এবং জলপ্রপাত দেখতে পাবেন। সেই সঙ্গে ব্রহ্মগিরি পাহাড়, কাবেরী নদীর উৎস স্থল, চা বাগান দেখতে পাবেন।
মুন্নার
চা বাগান, পাহাড়ি জঙ্গল ও নদী দিয়ে সুন্দর করে সাজানো কেরালার মুন্নার। কলকাতা বিমানবন্দর থেকে কোচি বিমানবন্দর পর্যন্ত যেতে হবে। তারপর সেখান থেকে ক্যাব ধরে মুন্নারে যাওয়া যাবে।
আরও পড়ুন : বর্ষায় বেড়ানোর পারেফেক্ট ডেস্টিনেশন, ঘুরে আসুন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন থেকে
আরও পড়ুন : দক্ষিণ ভারতের সেরা হিল স্টেশন কোনগুলো? এক নজরে দেখুন তালিকা
লোনাভালা
পাহাড়ে বর্ষা দেখতে হলে চলে যান লোনাভলা। এখানে রয়েছে ঐতিহাসিক দুর্গ, প্রাচীন গুহা। নদীর পরিষ্কার টলটলে জল ও আশেপাশের পাহাড়ি পরিবেশ থেকে নজর ফেরাতে পারবেন না। মুম্বাই পৌঁছে তারপর সেখান থেকে লোনাভলা যাওয়া যায়।