গরমের ছুটি কাটিয়ে আসুন এই ৮ জায়গা থেকে, গেলে আর ফিরতে মন চাইবে না

Published on:

Best International Summer Vacation Travel Sites Check List

গরমের একটানা ছুটিতে কাছে পিঠে ঘুরবেন কেন? যদি বাজেট একটু বেশি থাকে তাহলে বরং বিশ্বের সেরার সেরা সামার ডেস্টিনেশন একবার ঘুরে আসতে পারেন। আজকের এই প্রতিবেদনে রইল এমন ৮ বিদেশি স্পটের সন্ধান যেগুলোর অসাধারণ সৌন্দর্য হয়তো আপনি ছবিতে কিংবা রিলস ভিডিওতে দেখে মুগ্ধ হয়েছেন। একবার চাক্ষুষ দেখবেন নাকি? তাহলে এই প্রতিবেদন থেকে জেনে নিন জায়গাগুলোর সম্পর্কে।

পারোস : গ্রীস দেশের এই পারোস দ্বীপের আবহাওয়া সারা বছরই খুব মনোরম থাকে। পারোস এবং অ্যান্টিপারোসের ছোট ছোট গ্রামগুলোর সৌন্দর্য মন মুগ্ধ করে দেয়। এখানে গেলে আপনি সুস্বাদু গ্রীস খাবার খেতে পারেন। এখানকার ভিড় মুক্ত অপরূপ সমুদ্র সৈকতে সময় কাটাতে ভালোই লাগবে।

Philippines

ফিলিপিন্স : দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রের সৌন্দর্য অতুলনীয়। সব থেকে বড় কথা এখানে ভ্রমণের খরচ মালদ্বীপের থেকেও কম। পালোয়ান দীপ, চুনাপাথরের পাহাড়, লেগুন, সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে।

সুইস আল্পস : সুইজারল্যান্ডের সুইস আল্পস পর্যটকদের খুবই পছন্দের একটি জায়গা। এখানকার কুইবেক শহর সামার ডেস্টিনেশন হিসেবে একেবারে যথাযোগ্য। পাথরের রাস্তা, ফ্রেঞ্চ-কানাডিয়ান স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শন আপনাকে টানবেই।

Virginia

ভার্জিনিয়া : ভার্জিনিয়ার রোলিং হিলসে গেলে গরমের ছুটিটা ভালোই কাটবে। এখানে রয়েছে একটি ওয়াইনারি। যেখানকার ওয়াইনের স্বাদ অতুলনীয়। এখানে অনেক সুন্দর সুন্দর সাজানো শহর রয়েছে।

তাইপেই : তাইওয়ানের রাজধানী তাইপেই নিয়েও পর্যটকদের উৎসাহ দেখার মত। এখানে অনেক মন্দির রয়েছে। রয়েছে সদা ব্যস্ত বাজার। তাইওয়ানিজ খাবার চেখে দেখতে পারেন। এশিয়ান সংস্কৃতির রূপ দেখতে হলে এখানে একবার যেতেই হবে।

Croatia

আরও পড়ুন : মাত্র ১০০ টাকায় পাহাড়-জঙ্গল ভ্রমণ! কোথায় থাকবেন? কীভাবে যাবেন? দেখুন বিস্তারিত

ক্রোয়েশিয়া : ক্রোয়েশিয়ার উপকূলের মনোরম পরিবেশে কাটিয়ে আসতে পারেন কিছুদিন। এখানে মাকারস্কা বা হাভারের উপকূলে ভ্রমণের পাশাপাশি অ্যাডভেঞ্চারের সুবিধা পাবেন। এখানকার সমুদ্র সৈকত ও সুস্বাদু সামগ্রিক খাবারের টানে পর্যটকদের ভিড় লেগে থাকে।

আরও পড়ুন : ভারতে স্কাইডাইভিংয়ের জন্য সেরা ৪টি জায়গা, জীবনে একবার হলেও যাওয়া উচিত

লিভারপুল : ইউরোপের লিভারপুল একটি সংস্কৃতিমনস্ক জায়গা। এখানে জায়গায় জায়গায় গান-বাজনার প্রচলন রয়েছে। এখানে জাদুঘর ঘুরে দেখতে পারেন। স্টেডিয়ামে বসে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল ম্যাচ দেখতে পারেন।