সিকিম-দার্জিলিং অতীত, নামমাত্র খরচে ঘুরে আসুন এই ৫ পাহাড়ি ডেস্টিনেশন থেকে

Published on:

Best 5 Places In Himachal Pradesh For Summer Vacation

গরমের দিনে পাহাড় বেড়ানোর প্রতি আগ্রহ বেড়ে যায় বাঙালির। বাজেটের কথা চিন্তা করে দার্জিলিং এবং গ্যাংটককেই বেছে নেন অনেকে। এর বাইরে যাওয়ার সাহস করেন না। তবে জানেন কি দার্জিলিং এবং গ্যাংটকের বাইরেও এমন অনেক জায়গা রয়েছে যেখানে কম বাজেটের মধ্যে ঘুরে আসা যায়? আজকের এই প্রতিবেদনে হিমাচল প্রদেশের এমনই কিছু জায়গার সন্ধান রইল। দেখে নিন এক নজরে।

তোশ : গরমের ছুটি কাটাতে যেতে পারেন হিমাচল প্রদেশের তোশ নামের এই জায়গাটাতে। নদীর ধারে সবুজে ঘেরা পরিবেশের মধ্যে নিশ্চিন্তে কাটিয়ে আসতে পারেন কয়েকটা দিন। আবার এখান থেকে মাত্র ৩ ঘন্টা ট্রেকিং করে ক্ষীরগঙ্গাতেও যেতে পারেন।

কাসল : হিমাচল প্রদেশের পার্বত্য উপত্যকায় অবস্থিত কাসল। এখান থেকে তীর্থান ভ্যালি, মণিকরণ, মালানাতে যেতে পারেন। এখানে অনেক কম খরচে রাতে থাকার জন্য হোম স্টে পেয়ে যাবেন।

ম্যাকলিয়ড গঞ্জ : পাইন, ওক, দেবদারু গাছের জঙ্গল রয়েছে এখানে। ধর্মশালা থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ি জনপদ। একসময় এখানে ব্রিটিশরা বাস করতেন। ধর্মশালাতেও ছুটি কাটাতে অনেকেই আসেন।

আরও পড়ুন : পাহাড়ে ঘুরতে গেলে কোথায় থাকবেন? কোথায় খাবেন? দেখে নিন ৩০০ হোমস্টের তালিকা

নরকান্দা : সিমলা থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত নরকান্দা বলে এই জায়গাটা। শীতকালে এই অঞ্চল বরফে ঢাকা থাকে। গরমেও হালকা বরফ পেতে পারেন। বসন্তের সময় চেরি ফলে ভরে ওঠে এখানকার গাছগুলো। এই পাহাড়ি গ্রামকে দা ল্যান্ড অফ অ্যাপেল এন্ড চেরি ব্লসম বলা হয়।

আরও পড়ুন : দার্জিলিং-গ্যাংটক অতীত, এই গরমে প্রাণ জুড়োতে ঘুরে আসুন এই ৬ টি দুর্দান্ত জায়গা

কুলু ‍: হিমাচল প্রদেশের কুলু একটি ছোট্ট শৈল শহর। এর উপর দিয়ে বিপাশা নদী বয়ে গিয়েছে। কুলুর উত্তরে রয়েছে মানালি। কুলুতে প্যারাগ্লাইডিং, রিভার রাফটিং করা যায়। কুলু থেকে আপনি মানালি, রোহাতাং পাস, হাম্পতা পাসে যেতে পারেন।