Offbeat Tour in Monsoon: সামনেই ৪ দিনের টানা ছুটি! স্বাধীনতার ছুটিতে ঘুরে আসুন এই ৫ জায়গা

Published on:

Best 4 Travel Spots To Visit In August

সামনেই ১৫ ই আগস্ট। স্বাধীনতা দিবসে একসঙ্গে ৪ দিনের ছুটি কিন্তু আপনার হাতের মুঠোতেই রয়েছে। এই ছুটিটাকে কাজে লাগিয়ে যদি বেড়ানোর প্ল্যান করেন তাহলে মন্দ কি? ১৫ ই আগস্ট বৃহস্পতিবার এমনিতেই ছুটি। মাঝে শুক্রবার একটা ছুটি বের করে নিতে পারলেই একটানা চার দিনের হলিডে ট্রিপ হয়ে যাবে। এই ছুটিটাকে কাজে লাগাতে কোথায় কোথায় যেতে পারেন? আজকের এই প্রতিবেদনে রইলো তার সুলুক সন্ধান।

মানেভঞ্জন

বর্ষার সময় যদি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হয় তাহলে চলে যান মানেভঞ্জন। নেপাল সীমান্তে অবস্থিত এই জায়গাতে রয়েছে রঙ্গিত মাজুয়া নামের একটি গ্রাম।। সবুজে ঘেরা এই গ্রামের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়।

Suntaleykhola

সুনতালেখোলা

উত্তরবঙ্গের এই জায়গার নাম হয়তো অনেকেই শোনেননি। উত্তরবঙ্গের ডুয়ার্স এলাকাতে জঙ্গলের মধ্যে রয়েছে এই জায়গা। নেওরাভ্যালির খুব কাছেই সুনতালেখোলার জল এবং আবহাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। এখানে অজস্র ঢিলা, পাহাড়ি ঝোরা, গাছ এবং অসংখ্য পাখি দেখতে পাবেন।

আরও পড়ুন : বর্ষায় পাহাড়ে ঘুরতে যাচ্ছেন? এই ৫ বিষয় মাথায় না রাখলে বিপদে পড়বেন

লোনাভলা

যদি পশ্চিমবঙ্গের বাইরে বেরিয়ে কোথাও যেতে চান তাহলে চলে যেতে পারেন মহারাষ্ট্রের লোনাভলাতে। এখানে ঐতিহাসিক দুর্গ, প্রাচীন গুহা এবং টলটলে জলের শান্ত হ্রদ দেখতে পাবেন। বিশেষ করে বর্ষার সময় এই জায়গার আসল সৌন্দর্য ‌ ফুটে ওঠে। তাই এমন সুযোগ মিস করবেন না যেন।

আরও পড়ুন : বৃষ্টির দিনে লং ড্রাইভে যাবেন? পার্টনারকে নিয়ে ঘুরে আসুন ৪ নদীর ধার

Meghalaya

আরও পড়ুন : বর্ষায় ঘুরে আসুন দার্জিলিংয়ের এই জায়গা, কাশ্মীর-নৈনিতাল ভুলে যাবেন

মেঘালয়

ঘুরে আসতে পারেন মেঘালয় রাজ্যের মৌসিনরাম থেকেও। বর্ষার সময় মৌসিনরাম দেখলে জীবনেও ভুলবেন না। এই ছোট্ট গ্রাম এবং এখানে বর্ষার সময় ঝর্ণার জল ফুলেফেঁপে ওঠে। তাই যদি ঘোর বর্ষায় ভিন রাজ্য ভ্রমণের শখ থাকে তাহলে অবশ্যই ঘুরে আসুন মেঘালয় থেকে।